৭ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিল হামাস
গাজায় আটক থাকা সাত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস। সোমবার (১৩ অক্টোবর) স্থানীয় সময় ভোরে এদের আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা রেড ক্রসের কাছে হস্তান্তর করে হামাস, পরে রেড ক্রস জিম্মিদের ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) কাছে হস্তান্তর করে।
মুক্তিপ্রাপ্ত সাতজনই পুরুষ। তারা হলেন: জিভ বেরমান, গালি বেরমান, এইতান মোর, মাতান আঙ্গরেস্ত, ওমরি মিরান, গাই গিলবোয়া-দালাল এবং অ্যালন ওহেল।
গত দুই বছরে একাধিকবার যুদ্ধ থামানোর উদ্যোগ নেওয়া হলেও তা বেশিরভাগই অস্থায়ী যুদ্ধবিরতির মধ্যে সীমাবদ্ধ ছিল। এসব অস্থায়ী যুদ্ধবিরতির সময় হামাস কয়েক দফায় কিছু জিম্মি মুক্তি দেয়, তবে এখনও তাদের হাতে প্রায় ৪০ জন জিম্মি রয়ে গেছে বলে কাগজে-কলমে দাবি করা হলেও বাস্তবে জীবিত রয়েছেন ২০ জন।
হামাস এই ২০ জীবিত জিম্মির তালিকা আগেই ইসরায়েলকে দিয়েছে। সেই তালিকা অনুযায়ীই এবার ৭ জনকে মুক্তি দেওয়া হয়েছে। ট্রাম্পের পরিকল্পনার আওতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটিই হামাসের প্রথম জিম্মি মুক্তি কার্যক্রম।