১২ অক্টোবর ২০২৫, ১৩:৪১

আগামীকাল গাজা শান্তি সম্মেলনে উপস্থিত থাকবেন যেসব রাষ্ট্রনেতা

ট্রাম্প ও সিসি  © সংগৃহীত

বহুল প্রত্যাশিত গাজা শান্তি সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে মিশরে। সোমবার (১৩ অক্টোবর) মিশরে শারম আল-শেইখে অনুষ্ঠিত এই শান্তি সম্মেলনে সভাপতিত্ব করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসি

এক বিবৃতিতে মিশরের কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার বিকেলে এই বৈঠক অনুষ্ঠিত হবে এবং এতে ২০টিরও বেশি দেশের নেতা অংশগ্রহণ করবেন। এই সম্মেলনের মূল লক্ষ্য হবে, ‘গাজা উপত্যকায় চলমান যুদ্ধের স্থায়ী অবসান, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় প্রচেষ্টা জোরদার এবং একটি নতুন আঞ্চলিক নিরাপত্তা যুগের সূচনা।’

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এবং ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ইতোমধ্যে সম্মেলনে অংশগ্রহণের বিষয়টি ইতোমধ্যে নিশ্চিত করেছেন।

তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই সম্মেলনে অংশ নেবেন কি না, তা এখনো নিশ্চিত করা হয়নি।

অন্যদিকে, হামাস ঘোষণা করেছে যে তারা এই সম্মেলনে অংশ নেবে না। হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য হুসাম বদরান ফরাসি বার্তা সংস্থা এএফপিকে এক সাক্ষাৎকারে বলেন, ‘হামাস এই সম্মেলনে জড়িত নয়। পূর্ববর্তী আলোচনাগুলোতে তারা মূলত কাতারি ও মিশরি মধ্যস্থতাকারীদের মাধ্যমেই কাজ করেছে। এখানে তার ব্যত্যয় হবে না।'

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা প্রস্তাবের ভিত্তিতে  চলতি সপ্তাহের শুরুতে কাতার, মিশর ও তুরস্ক যৌথভাবে গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অংশ নেয় মিশরের শারম আল-শেইখে। এই আলোচনার মাধ্যমেই ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির প্রথম ধাপে চুক্তি হয়, যা শুক্রবার ০৯টা (জিএমটি) থেকে কার্যকর হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল।