১১ অক্টোবর ২০২৫, ২০:১০

ফের মেডিকেল ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ 

প্রতীকী ছবি  © সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে বন্ধুর সঙ্গে বেড়াতে বেরিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক মেডিকেল ছাত্রী (২৩)। তিনি দুর্গাপুরের আইকিউ সিটি মেডিকেল কলেজের শিক্ষার্থী। শুক্রবার (১০ অক্টোবর) রাতে কলেজের কাছে এ ঘটনা ঘটে। শনিবার (১১ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে এক ছেলে বন্ধুর সঙ্গে ঘুরতে বেরিয়েছিলেন তিনি। এ সময় কলেজের কাছে কয়েকজন তাদের গতিরোধ করেন। এক পর্যায়ে তারা ওই ছাত্রীকে জোর করে পাশের জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। এ সময় তার সঙ্গে থাকা ছেলে বন্ধু পালিয়ে গেছেন বলে অভিযোগ করেছেন। 

ভুক্তভোগী ওই ছাত্রীর বাবা জানান, ধর্ষকরা তার মেয়ের মোবাইল ফোন ও ৫ হাজার রুপি ছিনিয়ে নিয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে বন্ধুও জড়িত থাকতে পারে বলে অভিযোগ করেছেন তিনি।

পুলিশ জানায়,  এই ঘটনায় ভুক্তভোগীর ওই  বন্ধুসহ একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একইসঙ্গে ওই ছাত্রীর জবানবন্দিও রেকর্ড করা হয়েছে।

এ বিষয়ে পশ্চিমবঙ্গের নারী ও শিশু উন্নয়নমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস নেত্রী শশী পান্জা বলেন, ‌‌বর্তমানে ওই শিক্ষার্থী চিকিৎসাধীন রয়েছেন। তার মানসিক কাউন্সেলিং করা হবে। অভিভাবকরা পুলিশি তদন্তের ওপর আস্থা রেখেছেন। এ ধরনের অপরাধকে রাজনৈতিকভাবে ব্যবহার করা উচিত নয়। দুর্ভাগ্যজনকভাবে বিজেপি সব সময় এসব ঘটনায় রাজনীতি খোঁজে।