০৯ অক্টোবর ২০২৫, ১৬:৫৪

টানা ১০ বছর বিশ্বসেরা বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও টাইমস হায়ার এডুকেশনের লোগো  © টিডিসি সম্পাদিত

২০২৬ সালের বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিং প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’। এতে টানা ১০ বছর ধরে শীর্ষ অবস্থান ধরে রাখার গৌরব অর্জন করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। বিভিন্ন দেশের ৩ হাজার ১১৮টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই স্থান অর্জন করেছে বিশ্ববিদ্যালয়টি।

শিক্ষার মান, শিক্ষার্থী-শিক্ষকের অনুপাত, গবেষণার মান, সাইটেশন, আন্তর্জাতিক শিক্ষার্থীসহ কয়েকটি সূচকের ওপর ভিত্তিতে প্রস্তুতকৃত র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) এবং তৃতীয় স্থানে যৌথভাবে প্রিন্সটন ইউনিভার্সিটি ও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় অবস্থান করে নিয়েছে।

আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) এক বিবৃতিতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেন, ‘আমরা গর্বিত যে আমরা টানা দশ বছর ধরে টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে প্রথম স্থান অধিকারী হয়েছি। অক্সফোর্ড ২০১৭ সাল থেকে বিশ্বের শীর্ষে রয়েছে। এটি ২১টি র‌্যাঙ্কিং সংস্করণে যেকোনো বিশ্ববিদ্যালয় দ্বারা শীর্ষস্থানে থাকার দীর্ঘতম সময়। হার্ভার্ড ইউনিভার্সিটি এবং ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি (ক্যালটেক) শুধুমাত্র অন্য দুইটি বিশ্ববিদ্যালয়, যারা এই র‍্যাংকিংয়ে শীর্ষস্থানে এসেছে।’

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর আইরিন ট্রেসি বলেছেন, ‘একটি গতিশীল এবং বৈশ্বিকভাবে প্রতিযোগিতামূলক খাত বজায় রাখার জন্য নতুন বিনিয়োগ এবং সহায়তার প্রয়োজন, যাতে বিশ্ববিদ্যালয়গুলো ভবিষ্যত প্রজন্মের জন্য আবিষ্কার, সুযোগ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি চালিয়ে যেতে পারে।’

টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড র‌্যাঙ্কি কঠোর প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রস্তুত করা হয়। এ বছর প্রায় ১৯ মিলিয়ন গবেষণাপত্র, ১.৫ মিলিয়ন ভোটের অ্যাকাডেমিক রিপুটেশন সার্ভে এবং বিশ্বের ৩,০০০ এর বেশি বিশ্ববিদ্যালয়ের বিস্তারিত প্রতিষ্ঠানগত ডেটা বিশ্লেষণ করে এই র‌্যাঙ্কিং তৈরি করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৬ সালের টাইমস হায়ার এডুকেশন র‌্যাংকিংয়ে বিশ্বসেরা ৮০০-এর মধ্যে প্রতিবেশী দেশ ভারতের ২৭টি বিশ্ববিদ্যালয় স্থান করে নিয়েছে। আর পাকিস্তানের আটটি বিশ্ববিদ্যালয় স্থান করে নিয়েছে। তবে এ সীমার মধ্যে বাংলাদেশের একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানও নেই। তালিকায় সেরা ৮০০ এর মধ্যে ভারতের বিশ্ববিদ্যালয় রয়েছে ২৭টি। এর মধ্যে শীর্ষ অবস্থানে আছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স। আর এই সীমায় পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সেরা অবস্থানে রয়েছে কায়েদ ই আজম বিশ্ববিদ্যালয়। সবমিলিয়ে দেশটির আটটি বিশ্ববিদ্যালয় সেরা ৮০০-এর মধ্যে রয়েছে। 

বাংলাদেশের সেরা অবস্থানে রয়েছে বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। টাইমস হায়ার এডুকেশনের ওয়েসাইটে প্রকাশিত তালিকা অনুযায়ী, ড্যাফোডিল ৮০১ থেকে ১০০০ এর মধ্যে রয়েছে। একই সীমার মধ্যে দ্বিতীয় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, তৃতীয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চতুর্থ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় রয়েছে। 

১০০১ থেকে ১২০০ এর মধ্যে থেকে পঞ্চম অবস্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। একই সামীর মধ্যে রয়েছে ৬ষ্ঠ অবস্থানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ৭ম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ৮ম ব্র্যাক বিশ্ববিদ্যালয়, নবম যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং দশম স্থানে রয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)।

এর বাইরে ১১তম রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১২তম আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ১৩তম অবস্থানে রয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) প্রকাশিত এ তালিকায় আছে দেশের মোট ২৮টি বিশ্ববিদ্যালয়। এরমধ্যে এরমধ্যে ১৯টি সরাসরি র‍্যাঙ্কিং এবং বাকি ৯টি রিপোর্টার হিসেবে তালিকায় নাম এসেছে। তবে সবগুলোর অবস্থান ৮০০-এর পরে।