০৪ অক্টোবর ২০২৫, ১৭:৪৯

আমিরাতে লটারিতে ৬৬ কোটি টাকা জিতলেন বাংলাদেশি

হারুন সরদার নুর নোবি সরদার  © সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে বসবাসকারী এক বাংলাদেশি প্রবাসী জিতেছেন বিগ টিকিট আবুধাবির সেপ্টেম্বর ড্রয়ের ২০ মিলিয়ন দিরহামের গ্র্যান্ড প্রাইজ। বাংলাদেশি টাকায় যা প্রায় ৬৬ কোটি ২৪ হাজার টাকা। শুক্রবার (৩ অক্টোবর) অনুষ্ঠিত ড্রয়ে নতুন এই কোটিপতির নাম ঘোষণা করা হয়।

বিজয়ী হারুন সরদার নুর নোবি সরদার পেশায় একজন প্রাইভেট ট্যাক্সিচালক। ৪৪ বছর বয়সী এই প্রবাসী গত ১৪ সেপ্টেম্বর ০৩৫৩৫০ নম্বরের টিকিটটি কিনেছিলেন। লাইভ ড্র চলাকালে অনুষ্ঠানের সঞ্চালকরা ফোনে তাকে খবরটি জানালে অবাক হয়ে যান তিনি। আনন্দে সে মুহূর্তে শুধু বলেছিলেন ‘ঠিক আছে, ঠিক আছে।’

২০০৯ সাল থেকে আমিরাতে বসবাস করছেন হারুন। আবুধাবিকে তিনি নিজের বাড়ি মনে করেন। বাংলাদেশে পরিবার রেখে তিনি দীর্ঘদিন ধরে প্রতি মাসেই বিগ টিকিট কিনে আসছিলেন। এ জয় তিনি আরও ১০ জন অংশগ্রহণকারীর সঙ্গে ভাগাভাগি করবেন।

অন্যান্য পুরস্কার

গ্র্যান্ড প্রাইজ ছাড়াও ড্রয়ে চারজন অংশগ্রহণকারী প্রত্যেকে ৫০ হাজার দিরহাম করে জিতেছেন। তাদের মধ্যে রয়েছেন ভারতের শিহাব উমাইর ও সিদ্দিক পামব্লাথ, বাংলাদেশি আলী হুসেন আলী এবং পাকিস্তানি আদেল মোহাম্মদ।

স্পিন দ্য হুইল প্রতিযোগিতায় কাতারে থাকা প্রবাসী রিয়াসের হয়ে অংশ নেন তার বন্ধু আশিক মোত্তাম। শেষ পর্যন্ত তিনি ১ লাখ ৫০ হাজার দিরহাম জিতে নেন।

আজকের ড্রয়ের একমাত্র নারী বিজয়ী ছিলেন ভারতের কেরালার সুসান রবার্ট। তিনি বিশাল অঙ্কের অর্থ জিতে জানান, এ অর্থ ছেলের পড়াশোনা এবং ভ্রমণের খরচে ব্যয় করবেন। অন্যদিকে বাংলাদেশি প্রবাসী আলিমুদ্দিন সোনজাও ৮৫ হাজার দিরহাম জিতেছেন, যা তিনি ১০ জন সহ-অংশগ্রহণকারীর সঙ্গে ভাগ করে নেবেন।

চতুর্থ বিজয়ী ছিলেন বাংলাদেশের জাজরুল ইসলাম ফকির আহমেদ, যিনি আল আইনে থাকেন। সেও তার জেতা অর্থ অংশীদারদের সঙ্গে ভাগ করবেন। শারজাহতে থাকা আরেক বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ সাইফুল ইসলাম আহমাদ নবী জিতেছেন একটি রেঞ্জ রোভার ভেলার গাড়ি।

বিগ টিকিট কর্তৃপক্ষ জানিয়েছে, অক্টোবরের ড্রয়ে গ্র্যান্ড প্রাইজ হিসেবে রাখা হবে ২৫ মিলিয়ন দিরহাম। আগামী ৩ নভেম্বর লাইভ অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হবে। এ ছাড়া প্রতি সপ্তাহে পাঁচজন বিজয়ী ২৫০ গ্রাম করে ২৪ ক্যারেটের সোনার বার পাবেন।