০২ অক্টোবর ২০২৫, ০০:৪৪
গ্রেটা থুনবার্গের জাহাজে নামলো ইসরায়েলি সেনাবাহিনী
ইসরাইলি নৌবাহিনী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার আমলা জাহাজে অবতরণ করেছে। এই জাহাজেই রয়েছেন গ্রেটা থুনবার্গসহ নেলসন ম্যান্ডেলার নাতি নকোসি জ্বেলিভেলিলে ম্যান্ডেলা। বুধবার (১ অক্টোবর) রাত ১২টার (বাংলাদেশ সময়) দিকে তথ্য খবর পাওয়া গেছে।
সুমুদ ফ্লোটিলার অর্গানাইজার আর অফিসিয়াল ইয়াসমিন আকার জানিয়েছেন, সুমুদ ফ্রিডম ফ্লোটিলার আলমা জাহাজটি আটক করা হচ্ছে। এতে থাকা সবাইকে অপহরণ করা হচ্ছে।
সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, নৌবহরে থাকা কর্মীরা জানায়, আলমা এবং সিরিয়াস (Sirius) এখন আটকে দেওয়া হয়েছে।বিস্তারিত জানাচ্ছি।