২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৪:২১

ইরানের ওপর ফের কার্যকর হচ্ছে জাতিসংঘের নিষেধাজ্ঞা

জাতিসংঘ  © সংগৃহীত

ইরানের ওপর ফের কার্যকর হয়েছে জাতিসংঘের অর্থনৈতিক ও সামরিক নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞা শিথিলের প্রায় এক যুগ পর স্থানীয় সময় রবিবার (২৭ সেপ্টেম্বর) রাত ১২টা থেকে পুনর্বহাল হচ্ছে সেগুলো।

সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পারমাণবিক কার্যক্রম অব্যাহত বৃদ্ধি এবং আন্তর্জাতিক সংস্থাকে সহযোগিতা না করায় ‘শেষ অবলম্বন’ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যৌথ বিবৃতিতে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি জানিয়েছে, নিষেধাজ্ঞা পুনর্বহাল কূটনীতির সমাপ্তি নয়। একই সঙ্গে ইরানকে উত্তেজনাপূর্ণ কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিষেধাজ্ঞাকে ‘অন্যায্য, অবিচারমূলক ও বেআইনি’ আখ্যা দিয়েছেন। তিনি দাবি করেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না। তবে ইসরায়েলের হামলার ঝুঁকি না কমলে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি স্বাভাবিক করা সম্ভব নয়।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২০১৫ সালের চুক্তি অনুযায়ী, কোনো পক্ষ মনে করলে ইরান শর্ত ভঙ্গ করছে, তারা ‘স্ন্যাপব্যাক’ প্রক্রিয়া সক্রিয় করতে পারে। এ প্রক্রিয়ার আওতায় ৩০ দিনের মধ্যে পরিষদ যদি ঐকমত্যে না পৌঁছায়, তবে স্বয়ংক্রিয়ভাবে নিষেধাজ্ঞা কার্যকর হয়।

এরই মধ্যে ইরান কূটনৈতিক প্রতিক্রিয়া জানিয়েছে। শনিবার দেশটি ঘোষণা করেছে, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিতে নিযুক্ত রাষ্ট্রদূতদের জরুরি পরামর্শের জন্য তেহরানে ডেকে নেওয়া হয়েছে।