বাংলাদেশে পুশ-ইন করা ছয়জনকে ফেরত নিতে কলকাতা হাইকোর্টের নির্দেশ
বাংলাদেশে পুশ-ইন করা দুই পরিবারের ছয়জন ভারতীয় নাগরিককে আগামী চার সপ্তাহের মধ্যে ভারতে ফিরিয়ে আনতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এই নির্দেশনা আসে আদালতে দায়ের করা দুটি পৃথক রিট পিটিশনের শুনানির পর। আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে, এই ব্যক্তিদের জোরপূর্বক বাংলাদেশে পাঠানো হয়েছিল, যা আইনগত প্রক্রিয়া অনুযায়ী হয়নি।
বীরভূম জেলার বাসিন্দা এই ছয়জনের মধ্যে প্রথম মামলাটি দায়ের করেন বদু শেখ। তিনি আদালতের কাছে আবেদন করেন তার মেয়ে সোনালী খাতুন শেখ, জামাতা দানিশ শেখ এবং অপ্রাপ্তবয়স্ক নাতিকে ফিরিয়ে আনার জন্য। অপর মামলাটি করেন আমির খান, যিনি তার বোন সুইটি বিবি, ভাগ্নে কুরবান শেখ এবং পরিচিত ইমাম দেওয়ানকে দেশে ফিরিয়ে আনার দাবি জানান।
আদালত জানিয়েছে, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২০২৫ সালের ২ মে তারিখে জারি করা একটি স্মারকলিপিতে যেসব প্রক্রিয়াগত নির্দেশনা দেওয়া হয়েছে, তা এই দুই পরিবারের ক্ষেত্রে মানা হয়নি। পুশ-ইনের আগে প্রয়োজনীয় তদন্ত, শুনানি এবং আইনানুগ যাচাই-বাছাই সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয়েছে।
হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্পষ্টভাবে জানিয়েছে, এই ছয়জনের নাগরিকত্বের বিষয়ে তারা এখনই চূড়ান্ত কোনো মত দিচ্ছেন না। তবে দেশছাড়া করার (ডিপোর্টেশন) ক্ষেত্রে যে নিয়ম মানা দরকার ছিল, তা অনুসরণ না করেই তাড়াহুড়ো করে পদক্ষেপ নেওয়া হয়েছে, যা প্রশ্নবিদ্ধ।