২০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৫

শিক্ষক নিয়োগের দাবিতে ৬৫ কিমি হেঁটে প্রতিবাদ ছাত্রীদের

শিক্ষক নিয়োগের দাবিতে ৬৫ কিমি দীর্ঘ পদযাত্রায় অংশ নিয়েছে স্কুল শিক্ষার্থীরা  © সংগৃহীত

শিক্ষক সংকট নিরসনের দাবিতে ৬৫ কিলোমিটার দীর্ঘ পদযাত্রায় অংশ নিয়েছে ভারতের অরুণাচল প্রদেশের পাক্কি কেসাং জেলার কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ের অন্তত ৯০ জন ছাত্রী। ভূগোল ও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের শিক্ষক না থাকায় শিক্ষাজীবনে তৈরি হওয়া সংকটের প্রতিবাদ জানাতেই তারা এই ব্যতিক্রমী আন্দোলনে নেমেছিল। (খবর টাইমস অব ইন্ডিয়া)

জানা গেছে, জেলার নিয়াংনো গ্রাম থেকে গত রোববার বিদ্যালয়ের পোশাক পরে ছাত্রীদের পদযাত্রা শুরু হয়। ব্যানার হাতে ও মুখে স্লোগান নিয়ে তারা হাঁটতে থাকে জেলা শহর লেমির দিকে। কেউ কেউ হাতে তুলে নেয় প্ল্যাকার্ড, যেখানে লেখা ছিল, ‘শিক্ষকবিহীন বিদ্যালয় শুধু একটি ভবন, শিক্ষা নয়।’

দিন পেরিয়ে রাত হলেও ছাত্রীরা থেমে যায়নি। অবশেষে সোমবার সকালে তারা জেলা শহরে পৌঁছে সরব হয় আরও এক দফা প্রতিবাদে। শেষ পর্যন্ত তাদের দাবির প্রতি সাড়া দেয় শিক্ষা দপ্তর। জেলার জ্যেষ্ঠ শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন, দ্রুতই বিদ্যালয়টিতে ভূগোল ও রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

আরও পড়ুন: সারাদেশে বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের

বিদ্যালয়ের সূত্র জানায়, এই শিক্ষা প্রতিষ্ঠানটি ২০১১–১২ শিক্ষাবর্ষে প্রতিষ্ঠিত হয় এবং পরিচালিত হচ্ছে ‘সেই দোনি চ্যারিটেবল ট্রাস্ট’ নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থার তত্ত্বাবধানে। এর মূল উদ্দেশ্য ছিল পিছিয়ে পড়া অঞ্চল ও সম্প্রদায়ের মেয়েদের শিক্ষার সুযোগ করে দেওয়া।

বর্তমানে বিদ্যালয়টিতে ৯০ জনেরও বেশি শিক্ষার্থী, ১৩ জন শিক্ষক এবং একজন প্রধান শিক্ষক রয়েছেন। প্রধান শিক্ষক জানিয়েছেন, যদিও ভূগোল ও রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক সংকট রয়েছে, তবুও অন্যান্য বিষয়ের জন্য প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক রয়েছেন এবং অর্ধবার্ষিক পরীক্ষার আগেই পাঠ্যসূচির কাজ শেষ করা হয়েছে।

ছাত্রীদের এই পদক্ষেপ সামাজিক যোগাযোগমাধ্যমে ও স্থানীয় পর্যায়ে প্রশংসা কুড়িয়েছে। অনেকেই এটিকে পিছিয়ে পড়া অঞ্চলের শিক্ষার্থীদের অধিকার আদায়ের সাহসী উদাহরণ হিসেবে দেখছেন।