১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৮

অল্পের জন্য রক্ষা পেলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

অল্পের জন্য সংঘর্ষ এড়িয়েছে ট্রাম্পের বিমান  © সংগৃহীত

নিউইয়র্কের ব্যস্ত আকাশপথে অল্পের জন্য সংঘর্ষ এড়িয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী এয়ার ফোর্স ওয়ান ও স্পিরিট এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান। স্থানীয় সময় মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দ্য ইকোনমিক টাইমস।

ব্লুমবার্গ জানিয়েছে, ফোর্ট লডারডেল থেকে বোস্টনগামী স্পিরিট এয়ারলাইন্সের এয়ারবাস A321 (ফ্লাইট ১৩০০) এবং প্রেসিডেন্টের বোয়িং ৭৪৭ বিমানটি প্রায় একই উচ্চতায় কাছাকাছি চলে আসে। বিষয়টি বুঝতে পেরে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলার (ATC) দ্রুত দুই বিমানের পাইলটকে বারবার দিক পরিবর্তনের নির্দেশ দেন।

যদিও বিমান দুটি কয়েক মাইল দূরত্ব বজায় রেখেছিল এবং নিরাপত্তা সীমা লঙ্ঘন করেনি, তবুও ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র আলোড়ন তৈরি হয়। একদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টের বিখ্যাত বিমান, অন্যদিকে নিউইয়র্ক কন্ট্রোলারের রেডিও বার্তায় স্পষ্ট উদ্বেগ।

আরও পড়ুন: সৌদি-পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি সই, হামলা হলেই যৌথ জবাব

ব্লুমবার্গ জানায়, এই ঘটনাটি প্রথম সোশ্যাল মিডিয়ার ‘@JonNYC’ অ্যাকাউন্টে ব্লুস্কাই অ্যাপে প্রকাশ পায়, পরে X-এ ‘@thenewarea51’ নামের একটি অ্যাকাউন্ট অডিও রেকর্ডিং শেয়ার করে। যদিও মূল এয়ার ট্র্যাফিক কন্ট্রোল রেকর্ড যাচাই করা সম্ভব হয়নি।

রেডিও বার্তায় শোনা যায়, কন্ট্রোলার স্পিরিট এয়ারলাইন্স ১৩০০ ফ্লাইটকে একাধিকবার সতর্ক করে বলেন, স্পিরিট-১৩০০, ডান দিকে ২০ ডিগ্রি ঘুরুন... দ্রুত!
এক পর্যায়ে তিনি চিৎকার করে বলেন, স্পিরিট উইংস-১৩০০, ডান দিকে ২০ ডিগ্রি ঘুরুন। এখনই! শেষ পর্যন্ত স্পিরিট ফ্লাইটের পাইলটরা নির্দেশ পালন করেন। তখন কন্ট্রোলার জানান, আপনার বাম দিক থেকে ছয় থেকে আট মাইল দূরে একটি বোয়িং-৭৪৭ রয়েছে। আশা করি আপনি বুঝেছেন এতে কে রয়েছেন।
শেষবার কন্ট্রোলার আরও বলেন, মনোযোগ দিন! আইপ্যাড বন্ধ করুন! ঘটনার কিছুক্ষণ পরেই সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প লন্ডনে পৌঁছান এবং উইন্ডসর ক্যাসেলে রাজা চার্লসের সঙ্গে বৈঠক করেন।