টোকিওতে এনসিপির সভা: প্রবাসীদের সমস্যা সমাধান ও সম্ভাবনা নিয়ে উদ্যোগ
জাপানের রাজধানী টোকিওতে প্রবাসীদের সমস্যা সমাধান ও সম্ভাবনা কাজে লাগাতে মতবিনিময় সভা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (১৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় হোকোতোপিয়ায় অনুষ্ঠিত এ সভায় অংশ নেন প্রায় তিন শতাধিক প্রবাসী বাংলাদেশি।
সভায় প্রবাসী বাংলাদেশিদের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সার্জিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় তারা প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং ভবিষ্যতে প্রবাসীদের কল্যাণে করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
আরও পড়ুন: একজনের মৃত্যু, আরেকজন পঙ্গুত্ববরণ—৬ বছরে ছাত্রত্ব না নিয়ে ক্যাম্পাস ছেড়েছেন দেড় শতাধিক
এনসিপির এশিয়া প্রতিনিধি জুবায়ের সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম, জাপানের বাংলাদেশি কমিউনিটির নেতারা এবং এনসিপি জাপান শাখার নেতাকর্মীরা।