এবার ভারত ভাগের ডাক অস্ট্রিয়ার কূটনীতিবিদের
ভারতকে ধর্ম, জাতি ও ভাষার ভিত্তিতে টুকরো টুকরো করে ভাগ করার ডাক দিয়েছেন অস্ট্রিয়ার অর্থনীতিবিদ ও কূটনীতিবিদ গুনথার ফেলিঙ্গার। এ নিয়ে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। সম্প্রতি রাশিয়া থেকে তেল আমদানির কারণে ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বিষয়টি নিয়ে নয়াদিল্লি ক্ষোভ প্রকাশ করলেও ইউরোপীয় দেশগুলো ভারতের কাছ থেকে শোধনের পর রাশিয়ার তেল কিনছে। এর মধ্যেই ফেলিঙ্গারের এই মন্তব্য সামনে আসে।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘ভারতকে ভেঙে দেওয়ার ডাক দিচ্ছি আমি। নরেন্দ্র মোদি রাশিয়ার লোক। আমাদের মুক্ত খালিস্তানের বন্ধু প্রয়োজন।‘ একই সঙ্গে তিনি একটি মানচিত্র প্রকাশ করেন, যেখানে উত্তর ভারতকে ‘খালিস্তান’ হিসেবে দেখানো হয়। এছাড়া মহারাষ্ট্র, অন্ধ্র, বিহার, গুজরাট, পশ্চিমবঙ্গ, উত্তরপূর্ব ভারত, কেরালা ও তামিলনাড়ু আলাদা পতাকার রঙে প্রদর্শিত হয়।
পরবর্তীতে আরেক পোস্টে ফেলিঙ্গার জানান, তিনি দুই ঘণ্টা ধরে ‘শিখ ন্যারেটিভ’ নামক এক্স হ্যান্ডেলের সঙ্গে আলোচনা করেছেন। সেখানে খালিস্তানের স্বাধীনতা অর্জন ও ভারতকে ‘সাবেক ভারত’ বানানোর বিষয় নিয়ে কথা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। তার দাবি, ভারতের জনগণকে রাশিয়াপন্থি স্বৈরশাসক নরেন্দ্র মোদির কবল থেকে মুক্ত করতে হবে।
উল্লেখ্য, গুনথার ফেলিঙ্গার বর্তমানে ইউক্রেন, কসোভো, বসনিয়া ও অস্ট্রিয়ার ন্যাটো সদস্যপদ সংক্রান্ত একটি অস্ট্রিয়ান কমিটির সভাপতি। যদিও এই কমিটি ন্যাটোর সঙ্গে সরাসরি যুক্ত নয়। ভারতের শিখ সম্প্রদায়ের একটি অংশ দীর্ঘদিন ধরেই খালিস্তান প্রতিষ্ঠার আন্দোলন করে আসছে।
সংবাদসূত্র: হিন্দুস্থান টাইমস