২২ এপ্রিল ২০১৯, ১১:১৫

শ্রীলঙ্কায় নিহতের সংখ্যা বেড়ে ২৯০

  © বিবিসি

শ্রীলংকা জুড়ে গির্জা এবং হোটেলে আটটি বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ২৯০ জনে দাড়িয়েছে। এতে আরো অন্তত ৫০০ জন আহত হয়েছেন। এ হামলার দায় এখনো কোন পক্ষ স্বীকার করেনি।

পাঁচ তারকা হোটেল সাংরি লা, কিংসবেরি এবং সিনামন গ্রান্ড হোটেলে বিস্ফোরণ হয়েছে। এ হোটেলগুলো কলম্বো শহরের কেন্দ্রে অবস্থিত। খবর: বিবিসি।

গির্জাগুলোতে যখন বিস্ফোরণ হয় তখন ইস্টার সানডে পালনের জন্য অনেকে প্রার্থনায় ছিলেন। দেশটির সরকারি কর্মকর্তারা বলছেন হামলার সাথে জড়িত সন্দেহে এখনো পর্যন্ত ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে শ্রীলংকার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহ বলছেন, তার দেশে যে বোমা হামলা হয়েছে, তার সঙ্গেজড়িত থাকার সন্দেহে পুলিশ আট ব্যক্তিকে আটক করেছে। তিনি বলেছেন, এপর্যন্ত এদের পরিচয় থেকে এরা শ্রীলংকান বলেই জানা যাচ্ছে।

তবে তিনি বলেছেন, তাদের সঙ্গে বিদেশের কারও যোগাযোগ রয়েছে কি না, তাও এখন যাচাই করে দেখা হচ্ছে।

হামলার পর সাদা কাপড়ে ঢাকা সার সার মরদেহ কলম্বোর সেন্ট অ্যান্টনি গির্জা থেকে সরিয়ে নেয়া হয়েছে। তিনটি গির্জা ও তিনটি পাঁচ-তারা হোটেলে একই সঙ্গে চালানো হামলায় অন্তত ২৯০ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৫০০ জনের অধিক। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস শ্রীলংকায় সন্ত্রাসী হামলায় ক্ষোভ প্রকাশ করেছেন। টুইটারে এক বার্তায় তিনি উপাসনালয়ের পবিত্রতা সম্পর্কে সবাইকে স্মরণ করিয়ে দিয়েছেন। শ্রীলংকার জনগণের সাথেও তিনি একাত্মতা প্রকাশ করেছেন।