পোল্যান্ডে এফ-১৬ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত
পোল্যান্ডে আন্তর্জাতিক বিমান প্রদর্শনীর প্রস্তুতির সময় একটি এফ-১৬ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় নিহত হয়েছেন যুদ্ধবিমানটির পাইলট। বিষয়টি নিশ্চিত করেছে পোল্যান্ডের সশস্ত্র বাহিনী।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) পোল্যান্ডের পশ্চিমাঞ্চলীয় একটি বিমান ঘাঁটিতে স্থানীয় সময় ১৯:৩০ (জিএমটি ১৭:৩০)-এর দিকে এই দুর্ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আকাশে থাকা অবস্থায় হঠাৎ করেই দ্রুত নিচের দিকে নামতে থাকে যুদ্ধবিমানটি। একপর্যায়ে মাটিতে আছড়ে পড়ে আকাশযানটি। মুহূর্তেই আগুন ধরে যায় ফাইটার জেটটিতে। এ ঘটনায় কোনো পথচারী আহত হননি। জানা যায়নি দুর্ঘটনার কারণও। পোল্যান্ড ২০০৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এফ-১৬ যুদ্ধবিমান কেনা শুরু করে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর পোল্যান্ড তার প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি করে এবং বিমানবহর আধুনিকীকরণ করছে।
পোল্যান্ডে প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিস্লাভ কোসিনিয়াক-কামিশ (Wladyslaw Kosiniak-Kamysz) দুর্ঘটনাস্থলে পৌঁছানোর পর X-এ (পূর্বে টুইটার) লিখেছেন, ‘একটি এফ-১৬ বিমানের দুর্ঘটনায় পোলিশ সেনাবাহিনীর এক পাইলট মারা গেছেন—একজন অফিসার যিনি সর্বদা তাঁর দেশকে নিষ্ঠা ও সাহসের সাথে সেবা করেছেন। আমি তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই।’একই সাথে ন্যাটোর সদস্য ইতালির প্রতিরক্ষা জেনারেল স্টাফ এই দুর্ঘটনায় "গভীর দুঃখ" প্রকাশ করেছেন। এছাড়া লাটভিয়ার প্রতিরক্ষামন্ত্রীও পাইলটের মৃত্যুতে "গভীরভাবে শোকাহত" বলে জানিয়েছেন। তিনি বলেন, "তাঁর পরিবার এবং সহকর্মী সৈন্যদের জন্য আমার সমবেদনা।"
সংবাদসূত্র: রয়টার্স