২৫ আগস্ট ২০২৫, ১২:২৪

গাজাবাসীর জন্য ২ কোটি ৩৬ লাখ ডলার সহায়তার ঘোষণা মালয়েশিয়ান প্রধানমন্ত্রীর

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম   © সংগৃহীত


মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে আরও ২ কোটি ৩৬ লাখ ডলার (২৩.৬) অর্থ সহায়তার ঘোষণা দিয়েছেন । রবিবার কুয়ালালামপুরের ঐতিহাসিক মারদেকা স্কোয়ারে ইসরায়েলের কর্মকাণ্ডের নিন্দা জানাতে এবং গাজার জনগণের সাথে সংহতি প্রকাশ করতে হাজার হাজার মালয়েশিয়ান  সমবেত হন। তাদের সাথে একাত্মতা প্রকাশ করে সমাবেশে অংশ নিয়ে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী।  

এসময় সবাই সাদা পোশাক, ঐতিহ্যবাহী কেফিয়া স্কার্ফ পরে গাজার শিশু, নারী-পুরুষ সকলের প্রতি সমর্থন প্রদর্শন করেন। তাদের অনেকেই গাজার পক্ষে লেখা প্ল্যাকার্ড এবং ইসরায়েল বিরোধী স্লোগান দেন।

আনোয়ার ইব্রাহিম এক বক্তৃতায় নিরপরাধ ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে অর্থ সহায়তার ঘোষণা দেন। এর আগেও ফিলিস্তিনে আরও ১০০ মিলিয়ন রিঙ্গিত, অর্থাৎ ২ কোটি ৩৬ লাখ ডলার অর্থ সহায়তা প্রদান করেছিলো মালয়েশিয়া।  যুদ্ধবিধ্বস্ত ছিটমহলের জন্য আরও সাহায্যের প্রতিশ্রুতি দেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি তীব্র নিন্দা জানান প্রধানমন্ত্রী। গাজায় নিরপরাধ শিশুদের ওপর বর্বরতা চালানোয় তাকে নিষ্ঠুর ও উন্মাদ বলেও আখ্যা দেন ।

উল্লেখ্য ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ৬২ হাজারেরও বেশি ফিলিস্তিনি  ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন। পুরো গাজা সিটি এখন দুর্ভিক্ষের মুখোমুখি।


সূত্র: আনাদোলু এজেন্সি।