মদিনায় মাদক বিক্রির অভিযোগে আটক ৩
সৌদি আরবের মদিনায় মাদক বিক্রির অভিযোগে এক সৌদি নাগরিককে গ্রেফতার করেছে সেদেশের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেনারেল ডিরেক্টরেট। তাঁর কাছ থেকে গাঁজা এবং ১,৪২৬টি নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। প্রাথমিক আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে। অন্যদিকে, আসির অঞ্চলের আল-ফারশাহ এলাকায় সীমান্ত নিরাপত্তা লঙ্ঘনের দায়ে দুই ইথিওপীয় নাগরিককে গ্রেফতার করা হয়েছে। তারা ১৬ কেজি মাদকদ্রব্য পাচারের চেষ্টা করছিল।
জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আররে এখন সব ধরণের অপরাধ দমনে কড়া অভিযান পরিচালনা করছে।
নিরাপত্তা বাহিনী দেশটির নাগরিক ও বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছে, কেউ মাদক পাচার বা বিক্রির বিষয়ে তথ্য পেলে মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলে ৯১১ এবং বাকি অঞ্চলে ৯৯৯ নম্বরে কল করতে আহবান জানিয়েছে। এছাড়া, সরাসরি ৯৯৫ নম্বরে ফোন বা ইমেইলের মাধ্যমেও যোগাযোগ করা যাবে।
সূত্র: আরব নিউজ।