১৬ আগস্ট ২০২৫, ১০:৫৮

স্কুল থেকে দেওয়া খাবার খেয়ে একে একে অসুস্থ ৩৬৫ শিক্ষার্থী

শিক্ষার্থী  © সংগৃহীত ছবি

ইন্দোনেশিয়ায় বিনামূল্যের স্কুল খাবারে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েছে ৩৬৫ জন শিক্ষার্থী। দেশের প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর গুরুত্বপূর্ণ প্রকল্প বিনামূল্যে স্কুল খাবার কর্মসূচির অংশ হিসেবে বিতরণকৃত খাবারে বিষক্রিয়ার এ ঘটনা ঘটেছে। 

জানা গেছে, সরাগেত শহরে স্কুল থেকে দেওয়া খাবার খেয়ে মোট ৩৬৫ জন অসুস্থ হয়ে পড়ে। এক স্কুলশিক্ষার্থী জানায়, প্রচণ্ড পেট ব্যথায় রাতে ঘুম ভেঙে যায় তার। সঙ্গে তীব্র মাথাব্যথা আর ডায়রিয়া। সে ভেবেছিল, একাই অসুস্থ হয়েছে।

পরে সামাজিক মাধ্যমে সহপাঠীদের পোস্ট দেখে বুঝতে পারে, স্কুলের দেওয়া খাবারে বিষক্রিয়ায় অসুস্থ হয়েছে সে। অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীদের দেওয়া খাবারে ছিল টার্মারিক রাইস, ডিম, ভাজা টেম্পে, শসা ও লেটুস পাতার সালাদ, কাটা আপেল এবং এক প্যাকেট দুধ।

রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে স্রাগেন সরকারের প্রধান সিগিত পামুংকাস  জানান, অসুস্থতার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তিনি বলেন, ‘আমরা ওই রান্নাঘর থেকে সাময়িকভাবে খাবার সরবরাহ বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। যতক্ষণ না ল্যাবের প্রতিবেদন আসে।’

মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির এক শিক্ষার্থী জানান, রাতের বেলা তীব্র পেট ব্যথায় ঘুম ভেঙে যায়। এরপর মাথাব্যথা ও ডায়রিয়ায় ভুগছিলেন। সহপাঠীদের সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে তিনি বুঝতে পারেন, খাবার থেকেই বিষক্রিয়া হয়েছে। দূষিত খাবারের মধ্যে ছিল হলুদ ভাত, ডিমের ফালি, ভাজা টেম্পে, শসা ও লেটুস সালাদ, আপেলের স্লাইস এবং এক বাক্স দুধ।