১১ আগস্ট ২০২৫, ১৪:৩৭

আটকের সময় নেতাকর্মীদের যা বললেন রাহুল গান্ধী

নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাও কর্মসূচি পালনকালে কংগ্রেস নেতারা আটক  © সংগৃহীত

দিল্লিতে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে অভিযোগের প্রতিবাদে সোমবার (১১ আগস্ট) জাতীয় নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাও কর্মসূচি পালনকালে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ বিরোধী দলীয় একাধিক সংসদ সদস্যকে আটক করেছে পুলিশ। আটক হওয়ার মুহূর্তে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে রাহুল গান্ধী বলেন, ‘এটা সংবিধান বাঁচানোর লড়াই।’ তিনি স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশেরও দাবি জানান।

আটকের পর পুলিশের বাসে তোলার সময় ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন কংগ্রেস নেত্রী মহুয়া মৈত্র, আরামবাগের তৃণমূল এমপি মিতালি বাগসহ আরও কয়েকজন। খবর পেয়ে রাহুল গান্ধী ঘটনাস্থলে এসে অসুস্থ সংসদ সদস্যদের খোঁজখবর নেন এবং একজন অসুস্থ এমপিকে বাস থেকে নামিয়ে অন্য গাড়িতে তুলতে সহায়তা করেন।

তৃণমূলের রাজ্যসভার সদস্য সাগরিকা ঘোষ অভিযোগ করেন, পুলিশ নারী সংসদ সদস্যদের ওপর বলপ্রয়োগ করেছে, এমনকি চুল ধরে টেনেছে। সাগরিকার পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, পুলিশের বাসের পেছনের আসনে অসুস্থ মহুয়া মৈত্রকে ঘিরে রয়েছেন অন্য নারী এমপিরা এবং তারাই শুশ্রূষা করছেন।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, এসআইআর প্রক্রিয়ায় শুধু বিহারেই ভোটার তালিকা থেকে ৬৫ লাখ নাম বাদ পড়েছে। চলতি বছরের শেষ দিকে রাজ্যে ভোট অনুষ্ঠিত হবে। এর পরের বছর পশ্চিমবঙ্গ, কেরল, আসাম ও তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। বিরোধী দলগুলোর অভিযোগ, এই প্রক্রিয়াকে বিজেপির পক্ষে কাজে লাগানো হচ্ছে। রাহুল গান্ধী পরিসংখ্যান তুলে ধরে দাবি করেছেন, দেশে ভোট চুরি হচ্ছে। তবে নির্বাচন কমিশন অভিযোগ নাকচ করেছে। এসআইআর নিয়ে মামলা হয়েছে সুপ্রিম কোর্টে, যেখানে কমিশনের বিরুদ্ধে এখনও কোনও হস্তক্ষেপ না করলেও কিছু পরামর্শ দেওয়া হয়েছে। মামলার শুনানি চলমান। এই পরিস্থিতিতেই বিরোধী দলগুলো সোমবার দিল্লিতে কমিশন ঘেরাও কর্মসূচি পালন করে। সূত্র: হিন্দুস্তান টাইমস