০৯ আগস্ট ২০২৫, ১৪:২৮

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়কে ১০০ কোটি ডলার জরিমানা ট্রাম্পের

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের কাছে ১০০ কোটি ডলারের জরিমানা দাবি করেছেন। গত বছর বিশ্ববিদ্যালয়টির লস অ্যাঞ্জেলেস ক্যাম্পাসে ফিলিস্তিনের পক্ষে শিক্ষার্থীদের বিক্ষোভের সময় ইহুদিবিদ্বেষী আক্রমণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ ট্রাম্প প্রশাসনের।

সম্প্রতি দেশটির কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে একই ধরনের অভিযোগে জরিমান করা হয়েছে। ট্রাম্প প্রশাসনের সঙ্গে সমঝোতায় কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় যে পরিমাণ জরিমানা দিতে রাজি হয়েছে, তার পাঁচ গুণ বেশি জরিমানা করা হয়েছে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়কে।

বিশ্ববিদ্যালয়টির এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, এই পরিমাণ জরিমানা দিতে হলে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ব্যবস্থায় একেবারে ধস নামবে।

ক্যালিফোর্নিয়ার গভর্নর ও বিশ্ববিদ্যালয় বোর্ডের সদস্য গ্যাভিন নিউসম বলেছেন, ‘আমরা মামলা করব’। তার অভিযোগ, ট্রাম্প একাডেমিক স্বাধীনতাকে দমন করছেন।

প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প প্রশাসন জরিমানার অর্থ কিস্তিতে আদায় করতে চাইছে এবং ইহুদি শিক্ষার্থী ও বৈষম্যের শিকারদের ক্ষতিপূরণের জন্য আলাদা ১৭ কোটি ২০ লাখ ডলারের তহবিল গঠনের নির্দেশ দিয়েছে।

২০২৪ সালে দেশজুড়ে একাধিক বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভের পর থেকেই হোয়াইট হাউসে ফেরার পর ট্রাম্প শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কড়া নজরদারিতে রেখেছেন।