গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত ৭২
ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় একদিনে অন্তত ৭২ জন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন ৩১৪ জন। শুক্রবার (৮ আগস্ট) সন্ধ্যায় এক বিবৃতিতে এ তথ্য জানায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত গাজায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ হাজার ৩৩০ জনে এবং আহত হয়েছেন ১ লাখ ৫২ হাজার ৩৫৯ জন। নিহত ও আহতের এই পরিসংখ্যানে কেবল হাসপাতালে আনা ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে কিংবা রাস্তায় পড়ে থাকা বহু মৃতদেহ এখনো উদ্ধার সম্ভব হয়নি।
অভিযান চলাকালে গাজায় খাদ্য ও ত্রাণ প্রবেশও সীমিত করেছে ইসরায়েল, ফলে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছে। মন্ত্রণালয়ের তথ্যমতে, অপুষ্টি ও খাদ্যাভাবের কারণে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২০১ জনের, যার মধ্যে ৯৮ জন শিশু। এছাড়া ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয়েছেন ১ হাজার ৭৭২ জন। শুধু শুক্রবারই নিহত হন ১৬ জন। [সূত্র: আনাদোলু এজেন্সি]