৩১ জুলাই ২০২৫, ১০:৪১

৪০ দেশের পর্যটকদের জন্য ভিসা ফি মওকুফ করছে শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার পর্যটন এলাকা  © সংগৃহীত

পর্যটন খাতে নতুন প্রাণ ফেরাতে বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা সরকার। দেশটির পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও অস্ট্রেলিয়াসহ ৪০টি দেশের নাগরিকদের জন্য শ্রীলঙ্কা সফরে ভিসা ফি সম্পূর্ণ মওকুফ করা হচ্ছে। এর আগে ভারত, চীন ও রাশিয়াসহ সাতটি দেশের জন্য এই সুবিধা চালু ছিল।

দেশটির পর্যটনমন্ত্রী বিজিত হেরাথ জানিয়েছেন, ভিসা ফি মওকুফে সরকারের কিছু আর্থিক ক্ষতি হতে পারে। তবে তিনি আশাবাদী, বাড়তি পর্যটক সংখ্যা এই ক্ষতি পুষিয়ে দেবে। বর্তমানে দক্ষিণ এশিয়ার বাইরের পর্যটকদের জন্য শ্রীলঙ্কায় প্রবেশে ৫০ থেকে ৬০ ডলার পর্যন্ত ভিসা ফি দিতে হয়, যা নতুন নীতিতে বাতিল হচ্ছে।

২০২৫ সালের মধ্যে ৩০ লাখ পর্যটক আকর্ষণ করে ৫ বিলিয়ন ডলার আয় করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে শ্রীলঙ্কা সরকার। গত বছর দেশটিতে পর্যটক এসেছিল ২০ লাখ ৫০ হাজার, আয় হয়েছিল প্রায় ৩ বিলিয়ন ডলার।

পর্যটন প্রচারে নানা উদ্যোগের অংশ হিসেবে গত মার্চে শ্রীলঙ্কা চালু করে আন্তর্জাতিক প্রচারাভিযান। বিভিন্ন দেশের ১২ জন ভ্রমণ ভ্লগারকে আমন্ত্রণ জানিয়ে দেশটির ঐতিহাসিক ও প্রাকৃতিক গন্তব্যগুলোকে বিশ্বের সামনে তুলে ধরা হয়।

চলতি বছর এখন পর্যন্ত শ্রীলঙ্কা ভ্রমণ করেছে প্রায় ১৩ লাখ পর্যটক, যা গত বছরের তুলনায় ৪ শতাংশ বেশি। তবে জুলাই মাসে ক্যান্ডির বিখ্যাত এসালা পেরাহেরা উৎসবকে ঘিরে ২ লাখ ৭৭ হাজার পর্যটক আশা করলেও এসেছিল মাত্র ১ লাখ ৪৫ হাজার।

বিদেশি পর্যটকদের মধ্যে ভারতের পর্যটকের সংখ্যা সবচেয়ে বেশি। এরপর রয়েছে যুক্তরাজ্য ও রাশিয়ার অবস্থান।

বিশ্ববাজারে পর্যটনের প্রতিযোগিতায় টিকে থাকতে ভিসা ফি মওকুফকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তবে তারা মনে করছেন, শ্রীলঙ্কার পর্যটনকে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে হলে দরকার আরও সুপরিকল্পিত কর্মসূচি, উন্নত অবকাঠামো ও জোরালো প্রচার কার্যক্রম।

সূত্র: স্কিফ্ট