২৭ জুলাই ২০২৫, ১২:৪৫

ইইউতে রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধ করছে মেটা, জানাল কারণ

মেটা  © সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) সব ধরনের রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডসের মূল প্রতিষ্ঠান মেটা। চলতি বছরের অক্টোবরে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এক ব্লগ পোস্টে মেটা জানায়, ইইউর নতুন রাজনৈতিক বিজ্ঞাপনসংক্রান্ত আইন তাদের জন্য ‘অতিরিক্ত জটিলতা’ ও ‘আইনি অনিশ্চয়তা’ তৈরি করছে। যার ফলে ইউরোপে রাজনৈতিক বিজ্ঞাপন চালানো কার্যত ‘অকার্যকর’ হয়ে উঠেছে।

ইইউর নতুন ‘ট্রান্সপারেন্সি অ্যান্ড টার্গেটিং অব পলিটিক্যাল অ্যাডভার্টাইজিং’ আইনে বলা হয়েছে—বিজ্ঞাপনদাতাকে জানাতে হবে কে অর্থায়ন করছে, এটি কোন প্রচারণা বা ভোটাভুটির সঙ্গে সম্পর্কিত এবং কীভাবে তা ব্যবহারকারীদের কাছে পৌঁছানো হচ্ছে। এসব তথ্য রাখতে হবে উন্মুক্ত ডেটাবেইসে।

এই নিয়মে রাজনৈতিক বিজ্ঞাপন টার্গেট করতেও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। মেটার দাবি, এসব পদক্ষেপ তাদের বিদ্যমান পদ্ধতির সঙ্গে সাংঘর্ষিক।

মেটার ভাষ্য, ‘এই নিয়মগুলো ইউরোপে আমাদের রাজনৈতিক বিজ্ঞাপন পরিচালনা প্রক্রিয়াকে অসম্ভব করে তুলেছে।’

ইতিমধ্যেই গুগলও একই পথে হেঁটেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, নতুন নিয়ম কার্যকর হওয়ার আগেই তারা ইইউতে রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধ করবে।

জানা গেছে, আগামী ১০ অক্টোবর থেকে নতুন আইন কার্যকর হবে। আইন ভঙ্গ করলে যে কোনো প্রযুক্তি প্রতিষ্ঠানকে তাদের বার্ষিক বৈশ্বিক আয়ের ছয় শতাংশ পর্যন্ত জরিমানা করা হতে পারে।

তবে মেটা স্পষ্ট করে জানিয়েছে, এই সিদ্ধান্ত রাজনৈতিক আলোচনা কিংবা প্রার্থীদের নিজেদের মতামত প্রকাশে কোনো বাধা দেবে না। শুধু অর্থ খরচ করে তা আরও বেশি মানুষের কাছে পৌঁছানোর সুযোগ থাকবে না।

এ পদক্ষেপকে ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল নিরাপত্তা ও গোপনতা রক্ষার উদ্যোগের অংশ হিসেবে দেখা হচ্ছে। তবে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য তা বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে। [তথ্যসূত্র: এপি]