১৯ জুলাই ২০২৫, ১৫:১৭

ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে ট্রাম্পের হাজার কোটি ডলারের মানহানি মামলা

ট্রাম্প  © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াল স্ট্রিট জার্নাল এবং এর মালিক রুপার্ট মারডকের বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলার (প্রায় ১ হাজার কোটি মার্কিন ডলার) ক্ষতিপূরণ চেয়ে মানহানির মামলা করেছেন। শুক্রবার (১৯ জুলাই) মায়ামির একটি ফেডারেল আদালতে দায়ের করা এই মামলায় তিনি এ ক্ষতিপূরণ দাবি করেছেন।

ট্রাম্পের অভিযোগ, ওয়াল স্ট্রিট জার্নাল সম্প্রতি একটি প্রতিবেদনে দাবি করে—২০০৩ সালে কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের জন্মদিনে তিনি একটি আপত্তিকর চিঠি পাঠিয়েছিলেন। চিঠিটিতে একজন নগ্ন নারীর স্কেচ এবং কিছু ব্যক্তিগত বার্তা ছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ট্রাম্প এই দাবি ‘সম্পূর্ণ মিথ্যা, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও বিদ্বেষপূর্ণ’ বলে প্রত্যাখ্যান করেছেন। তার ভাষায়, ‘আমি কখনও নগ্ন ছবি আঁকিনি, এমন কোনো চিঠির অস্তিত্ব নেই। এই প্রতিবেদনের কারণে আমার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।’

মামলার অভিযোগপত্রে ওয়াল স্ট্রিট জার্নালের দুই সাংবাদিক এবং মূল প্রতিষ্ঠান নিউজ করপোরেশনের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে। ট্রাম্পের আইনজীবীরা বলছেন, ‘জেনে-বুঝেই মিথ্যা তথ্য পরিবেশন করা হয়েছে, যার উদ্দেশ্য ছিল ট্রাম্পকে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করা।’

ঘটনার পর ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, ‘এটা আমার ভাষা নয়, আমার লেখা নয়। আজ পর্যন্ত আমি কোনো নগ্ন স্কেচ আঁকিনি।’

হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে, চিঠির অস্তিত্বের পক্ষে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই। তবে ওয়াল স্ট্রিট জার্নাল দাবি করেছে, তারা চিঠিটি সরাসরি দেখেছে, যদিও তা প্রকাশ করেনি।

এই মামলা নতুন করে এপস্টেইনের সঙ্গে ট্রাম্পের যোগসূত্র এবং সম্ভাব্য ষড়যন্ত্রতত্ত্বকে আলোচনায় নিয়ে এসেছে। এখন দেখার বিষয়, আদালত মামলাটি কতটা গুরুত্ব সহকারে গ্রহণ করে।