০৭ জুলাই ২০২৫, ১৬:৫৫

আবুধাবিতে লটারিতে ৭৭ কোটি টাকা জিতলেন বাংলাদেশি ইলেকট্রিশিয়ান বেলাল

লটারির ড্র অনুষ্ঠানের উপস্থাপক রিচার্ড ও বুশরা  © সংগৃহীত

১২ বছর ধরে স্বপ্ন দেখছিলেন—একদিন বদলে যাবে তার জীবন। অবশেষে সেই স্বপ্নই সত্যি হলো। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত বিগ টিকিট সিরিজ ২৭৬-এ ২৫ মিলিয়ন দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৭ কোটি ৫০ লাখ টাকা) জিতে নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ৪৩ বছর বয়সী ইলেকট্রিশিয়ান মোহাম্মদ নাসের বেলাল। এ খবর প্রকাশ করেছে গালফ নিউজ।

“আমি এখনো কাঁপছি। বিশ্বাসই হচ্ছে না যে এটা আমার সঙ্গে সত্যি ঘটছে,”—উচ্ছ্বসিত কণ্ঠে বলেন আবেগাপ্লুত বেলাল। তিনি জানান, ২৪ জুন কেনা টিকিট নম্বর ০৬১০৮০ দিয়েই এই বিশাল অঙ্কের পুরস্কার জিতে নিয়েছেন।

জানা গেছে, গত ১৪ বছর ধরে আবুধাবিতে বসবাস করছেন বেলাল। পেশায় তিনি একজন ইলেকট্রিশিয়ান। তার পরিবার রয়েছে বাংলাদেশে। ১২ বছর আগে তিনি বিগ টিকিট র‍্যাফেল সম্পর্কে জানতে পারেন এবং তখন থেকেই প্রতি মাসে নিয়মিত টিকিট কিনে আসছিলেন—বন্ধুদের একটি ঘনিষ্ঠ দলের সঙ্গে মিলে। “গত ১২ বছর ধরে এক মাসও বাদ দিইনি। প্রতি মাসেই টিকিট কিনেছি। সব সময় ভেবেছি, একদিন নিশ্চয়ই জিতব,” বলেন তিনি।

গত মাসে তারা আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরের এক টিকিট কাউন্টার থেকে যে টিকিটটি কিনেছিলেন, সেটিই হয়ে ওঠে ভাগ্য বদলের চাবিকাঠি। “আজ আমার সেই স্বপ্ন সত্যি হয়েছে,”—বলেন বেলাল।

এই অর্থপ্রাপ্তিকে তিনি দেখছেন শুধু নিজের নয়, বন্ধুদেরও অর্জন হিসেবে। “পুরস্কারটা আমি আমার পাঁচ বন্ধুদের সঙ্গে ভাগ করে নেব। আমার অংশ দিয়ে সবার আগে বাংলাদেশে পরিবারের জন্য একটা বাড়ি তৈরি করব।” বাকিটা কীভাবে ব্যয় করবেন—জানতে চাইলে বলেন, “এখনই কিছু ভাবিনি। সময় নিয়ে ভালোভাবে চিন্তা করব।”

জীবন বদলে দেওয়া এই জয় সত্ত্বেও বেলাল বিগ টিকিটে অংশ নেওয়া চালিয়ে যেতে চান। “আমি অবশ্যই আবার টিকিট কিনব। বিগ টিকিট আমাকে যা দিয়েছে, তা অবিশ্বাস্য। আমি নিজেকে খুবই সৌভাগ্যবান মনে করছি। ধন্যবাদ বিগ টিকিট টিমকে—আমার স্বপ্নকে সত্যি করে তোলার জন্য।”

ড্র অনুষ্ঠিত হওয়ার পর উপস্থাপক রিচার্ড ও বুশরা কয়েকবার চেষ্টা করেও বেলালের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। পরে বিগ টিকিট টিম নানা প্রচেষ্টার মাধ্যমে অবশেষে তার সঙ্গে যোগাযোগে সফল হয়।