ট্রাম্প-নেতানিয়াহু বৈঠক: গাজায় কি যুদ্ধবিরতি হচ্ছে?
২১ মাস ধরে চলমান যুদ্ধের মধ্যেই ওয়াশিংটনে পৌঁছেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাতের মধ্য দিয়ে গাজায় নতুন যুদ্ধবিরতি ঘোষণার সম্ভাবনাও বাড়ছে।
ট্রাম্প এর আগেই সাংবাদিকদের বলেছিলেন, তিনি নেতানিয়াহুর সাথে গাজায় সংঘাতের অবসান বিষয়ে ‘অত্যন্ত দৃঢ়’ অবস্থান নিয়েছেন। এবং চলতি সপ্তাহেই ‘একটি চুক্তি হবে’ বলে তিনি মনে করেন।
বিমানে ওঠার আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমরা আলোচিত চুক্তি বাস্তবায়নের চেষ্টা করছি, আমাদের রাজি হওয়া শর্ত অনুযায়ী। প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে আলোচনায় নি:সন্দেহে এই কাঙ্ক্ষিত ফলাফল আসবে।’
রবিবার স্থানীয় সময় সন্ধ্যায় কাতারে ইসরায়েল ও হামাসের মধ্যে পরোক্ষ আলোচনা পুনরায় শুরু হয়েছে। যেখানে যুক্তরাষ্ট্র প্রস্তাবিত ৬০ দিনের যুদ্ধবিরতি ও বন্দিমুক্তি চুক্তি নিয়ে আলোচনা চলছে। তবে এবার আলোচনায়ও সমাধান হবে কি না, তা স্পষ্ট নয়।
একদিকে এই আলোচনা যখন চলছে তখন গাজায় টানা ইসরায়েলি বোমা হামলা চলছে। এমন পরিস্থিতিতে ভয়াবহ মানবিক সংকটও দেখা দিয়েছে গাজায়।