মাস্কের নতুন দল নিয়ে প্রতিক্রিয়া জানালেন ট্রাম্প
নিজের গঠিত নতুন রাজনৈতিক দল ‘আমেরিকা পার্টি’ নিয়ে এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র কটাক্ষের শিকার হলেন ইলন মাস্ক। মাস্কের এই উদ্যোগকে ‘হাস্যকর’ উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘তৃতীয় কোনো রাজনৈতিক দল গঠন করা যুক্তরাষ্ট্রের জন্য বিভ্রান্তিকর। এটা সফল হবে না।’
রবিবার (৭ জুলাই) নিউ জার্সির বেডমিনস্টার গলফ ক্লাব থেকে ওয়াশিংটন ডিসি ফেরার পথে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমরা দুই-দলীয় গণতান্ত্রিক ধারায় বিশ্বাস করি। মাস্ক যা করছে, সেটা হাস্যকর।’
এর একদিন আগেই (শনিবার) মাস্ক ঘোষণা দেন, তিনি যুক্তরাষ্ট্রের তথাকথিত ‘একদলীয় দুঃশাসন’ ভাঙতে ‘আমেরিকা পার্টি’ নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করছেন। মাস্কের দাবি, ট্রাম্পের প্রস্তাবিত ব্যয় পরিকল্পনা ও করছাড় বিল যুক্তরাষ্ট্রকে দেউলিয়ার পথে ঠেলে দেবে।
ট্রাম্প শুধু মুখে নয়, ট্রুথ সোশালেও একহাত নেন মাস্ককে। লেখেন, ‘গত পাঁচ সপ্তাহে ইলন মাস্ক একেবারে নিয়ন্ত্রণহীন। সে এখন এক ‘ট্রেন দুর্ঘটনা’। তৃতীয় দল মানেই বিশৃঙ্খলা—আর যুক্তরাষ্ট্রের এখন সেটা দরকার নেই।’
ট্রাম্পের দাবি, ‘টেসলার ভর্তুকি কমে যাওয়াতেই মাস্ক খেপে গেছে।’ যদিও মাস্ক বলছেন, তার উদ্বেগ দেশের ঋণ ও বাজেট অপচয় নিয়ে।
কিছুদিন আগেও মাস্ক ছিলেন ট্রাম্প প্রশাসনের অধীনে একটা বিভাগের প্রধান। কিন্তু ট্রাম্পের ‘বিগ বিউটিফুল বাজেট’ নিয়ে দ্বিমত হওয়ায় গত মে মাসে মাস্ক পদত্যাগ করেন। বিদায় অনুষ্ঠানে ট্রাম্প মাস্ককে সোনালি চাবি উপহার দেন—তবে সেই মুহূর্তে মাস্কের চোখে কালশিটে দাগ ছিল, যা নিয়ে পরে সামাজিক মাধ্যমে হাস্যরসের জন্ম হয়।
এ নিয়ে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, তিনি কি সেই সোনালি চাবি মাস্কের কাছ থেকে ফেরত নিতে চান? তবে প্রেসিডেন্ট এ প্রশ্নে নীরব থাকেন।
রবিবার (৬ জুলাই) সকালে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টও মাস্কের নতুন দল গঠন নিয়ে সমালোচনা করেন। সিএনএনকে তিনি বলেন, ‘আমার মনে হয় মাস্কের কোম্পানির বোর্ড চায় না সে রাজনীতিতে জড়াক। তার উচিত ব্যবসায় ফিরে যাওয়া।’ [সূত্র: এনডিটিভি]