০১ জুলাই ২০২৫, ১৬:১০

গাজায় ১৪০টিরও বেশি হামলা ইসরায়েলি সেনাবাহিনীর

প্রতীকী ছবি  © সংগৃহীদ

গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ১৪০টিরও বেশি বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। সোমবার (১ জুলাই) এক বিবৃতিতে সেনাবাহিনী দাবি করেছে, এসব হামলা পরিচালিত হয়েছে ‘সন্ত্রাসী লক্ষ্যবস্তুর’ বিরুদ্ধে।

এর আগে জানা যায়, গাজার উপকূলীয় এলাকায় একটি ইন্টারনেট ক্যাফেতে ইসরায়েলি নৌবাহিনীর হামলায় অন্তত ৩৯ জন নিহত হন। এছাড়া খাদ্যের জন্য অপেক্ষমাণ সাধারণ মানুষের ওপর চালানো হয় আরও একটি হামলা, যেখানে সাহায্য বিতরণ চলছিল।

সেনাবাহিনী জানিয়েছে, তাদের ৩৬তম ডিভিশন গাজার আরও কিছু এলাকায় স্থল অভিযান চালিয়ে দখল সম্প্রসারণ করেছে। অভিযানে ‘ডজনখানেক যোদ্ধাকে হত্যা’ এবং ‘মাটির ওপরে ও নিচে অবস্থিত শত শত সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করা হয়েছে’ বলে দাবি করা হয়।

এছাড়া ৯৯তম ডিভিশনের অভিযানে দুজন এবং ১৬২তম ডিভিশনের অভিযানে আরও আটজন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে বলে জানায় সেনাবাহিনী।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ইসরায়েলি নৌবাহিনী গাজার দক্ষিণাঞ্চলেও একাধিক স্থানে হামলা চালিয়েছে, যেখানে ‘সন্ত্রাসী লক্ষ্যবস্তু ও যোদ্ধাদের’ টার্গেট করা হয়েছে।