তেহরানে ফের একাধিক বিস্ফোরণ
ইরানের রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলে শনিবার (২৮ জুন) ভোররাতে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর পরপরই সক্রিয় করা হয়েছে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলাকালে নিহত ৬০ জন শীর্ষস্থানীয় ব্যক্তির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার আগে এ ঘটনা ঘটল।
ইরান ইন্টারন্যাশনালের বরাতে জানা গেছে, বিস্ফোরণ ঘটেছে তেহরানের ইসলামশহর এলাকায়, যেখানে আকাশে অ্যান্টি-এয়ারক্রাফট গান থেকে গোলা ছোড়া হয়। স্থানীয় বাসিন্দাদের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিও ও বার্তায় এই তথ্য উঠে এসেছে।
তেহরানের পশ্চিমাঞ্চলের বিদগানে এলাকা দীর্ঘদিন ধরেই একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ও ক্ষেপণাস্ত্র স্থাপনাকেন্দ্র হিসেবে পরিচিত। ১২ দিন ধরে চলা সাম্প্রতিক ইরান-ইসরায়েল সংঘর্ষে এই এলাকাটিও ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু ছিল।
অন্যদিকে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে একটি রকেট ছোড়া হয়। তারা দাবি করেছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে সেই হুমকি প্রতিহত করা হয়েছে।
ইসরায়েলের একাধিক শহরে সতর্কতা সংকেত (সাইরেন) বাজানো হয়েছে এবং জনগণকে স্বরাষ্ট্র কমান্ডের নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।