২৫ জুন ২০২৫, ০৭:৫৩

ইরানের অন্তত ১৪ বিজ্ঞানীকে হত্যার দাবি ইসরায়েলের

ইরানের তেহরানে ইসরায়েলি হামলার পর ক্ষতিগ্রস্ত একটি ভবন (১৩ জুন, ২০২৫)  © রয়টার্স

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, ইসরায়েল ইরানে চালানো হামলার সময় দেশটির অন্তত ১৪ জন বিজ্ঞানীকে লক্ষ্য করে হত্যা করেছে। নিহতদের মধ্যে রসায়নবিদ, পদার্থবিদ এবং প্রকৌশলীরা ছিলেন। সংস্থাটি জানিয়েছে, এ তথ্য ইসরায়েলের ফ্রান্সে নিযুক্ত রাষ্ট্রদূত জোশুয়া জারকার বরাত দিয়ে প্রকাশ করা হয়েছে। বুধবার (২৫ জুন) এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

জারকা দাবি করেছেন, এই হত্যাকাণ্ডগুলো ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষেত্রে কার্যত অক্ষম করে তুলবে। এমনকি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বোমা হামলায় অবশিষ্ট থাকা পরিকাঠামো ও উপাদান দিয়েও।

আরও পড়ুন: যুদ্ধ থামলেও প্রচারযুদ্ধ চলমান—কে বিজয়ী, ইরান না ইসরায়েল?

তিনি বলেন, ‘পুরো দলটি নিশ্চিহ্ন হয়ে যাওয়ায় ইরানের পারমাণবিক কর্মসূচি এক বা একাধিক বছর পিছিয়ে গেল—এটা একপ্রকার নিশ্চিত।’

এপি জানিয়েছে, সোমবার জারকা এই মন্তব্য করেছেন। আর পরদিন মঙ্গলবার ইরানি টেলিভিশন জানিয়েছে, আরেকজন পারমাণবিক বিজ্ঞানী মোহাম্মদ রেজা সেদিঘি সাবের ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। ১৩ জুনের এক হামলায় তার ১৭ বছর বয়সী ছেলে নিহত হলেও তখন তিনি বেঁচে গিয়েছিলেন।

তবে জারকার এই দাবির পরও বিশ্লেষকরা বলছেন, নিহতদের জায়গায় ইরানের আরও বিজ্ঞানী রয়েছে এবং এই হত্যাকাণ্ড দেশটির পারমাণবিক কর্মসূচিকে সাময়িকভাবে পিছিয়ে দিতে পারলেও তা পুরোপুরি থামাতে পারবে না।

এদিকে ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিনের সংঘর্ষের অবসান ঘটিয়ে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। যদিও এই যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরায়েল—তিন পক্ষকেই বিজয়ের দাবি করছে।