২৪ জুন ২০২৫, ২০:৩৭

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম 

স্বর্ণের গহনা  © সংগৃহীত

টানা ১২ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর কাতারের মধ্যস্থতায় ইরান ও ইসরাইল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। যুদ্ধ বিরতি ঘোষণার পরপরই আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমতে শুরু হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে বার্তাসংস্থা রয়টার্স। 

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ১ দশমিক ৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩ হাজার ৩২২ দশমিক ০৯ ডলারে। যা ১১ জুনের পর সর্বনিম্ন। অন্যদিকে ফিউচার মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে কমেছে ১ দশমিক ৭ শতাংশ। বেচাকেনা হচ্ছে ৩ হাজার ৩৩৬ ডলারে।

বাজার বিশ্লেষক রিকার্ডো ইভাঞ্জেলিস্টা বলছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ায় বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদের দিকে ঝুঁকছেন। এতে স্বর্ণের দাম কমেছে। 

তিনি আরও বলেন, স্বর্ণের দাম খুব সহজে ৩ হাজার ডলারের নিচে নামবে না। বরং ৩ হাজার ৩০০ ডলারে এটি একটি শক্তিশালী সমর্থন পাবে।

এদিকে বিশ্ববাজারে দাম কমলে  দেশের বাজারেও স্বর্ণের দাম কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।