১২ দিনের যুদ্ধে হতাহতের সংখ্যা জানাল ইরান
ইসরায়েলের টানা ১২ দিনের হামলায় ইরানে এখন পর্যন্ত ৬০৬ জন নিহত এবং পাঁচ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছেন ইরানের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ রেজা জাফরঘানি। মঙ্গলবার (২৪ জুন) যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এসব তথ্য জানান তিনি।
তিনি বলেন, গত ১৩ জুন থেকে ইসরাইলি হামলায় অন্তত ৬০৬ জন নিহত ও পাঁচ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। আহতদের বেশিরভাগই চিকিৎসা সেবা নিচ্ছেন।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত ২৪ ঘণ্টায় ইসরাইলের হামলায় ইরানে সবচেয়ে বেশি হতহত হয়েছে। এই সময়ে অন্তত ১০৭ নিহত হয়েছেন।
তবে ইরান ও ইসরাইলের সংঘাতের পর্যবেক্ষণকারী মানবাধিকার গোষ্ঠী হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস ইন ইরান জানিয়েছে, সংঘাতে প্রকৃত নিহতের সংখ্যা সরকারি সংখ্যার প্রায় দ্বিগুণ।
মঙ্গলবার এক প্রতিবেদনে বিবিসি জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান-ইসরাইল যুদ্ধবিরতি এখন থেকে কার্যকর। ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প বলেন, ‘যুদ্ধবিরতি এখন কার্যকর। দয়া করে এটি লঙ্ঘন করবেন না।’