২৪ জুন ২০২৫, ১৭:৩৭

‘ইরানে বোমাবর্ষণ বন্ধ করুন’, ইসরায়েলকে কড়া বার্তা ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্প  © ফাইল ফটো

ইরানে চলমান বিমান হামলা বন্ধ করতে ইসরায়েলকে কঠোর বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইসরায়েলের বিমান বাহিনীর পাইলটদের যত দ্রুত সম্ভব দেশে ফিরিয়ে আনতেও নির্দেশ দিয়েছেন তিনি। বার্তাসংস্থা এএফপির খবরে এসব তথ্য উঠে এসেছে।

প্রেসিডেন্ট ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ মঙ্গলবার এক পোস্টে লিখেছেন, “ইসরায়েল, ওই বোমাগুলো ফেলো না। তুমি যদি এটা করো, তা হবে যুদ্ধবিরতির বড় ধরনের লঙ্ঘন। পাইলটদের এখনই ঘরে ফেরাও!”

ইরান-ইসরায়েল যুদ্ধের দ্বাদশ দিনে গৃহীত যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েল সীমিত পরিসরে হামলা চালিয়ে আসছিল। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এসব হামলার লক্ষ্য ছিল ইরানের সামরিক ও পরমাণু সুবিধাসমূহ। চলমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এমন কঠোর হস্তক্ষেপ আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, তিনি যুদ্ধকে আরও দীর্ঘস্থায়ী এবং বিস্তৃত হওয়া ঠেকাতেই এই নির্দেশনা দিয়েছেন।

ট্রাম্পের বক্তব্যের পরপরই জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন থেকেও শান্তি বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। ইতোমধ্যেই ফ্রান্স ও জার্মানি কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছে এবং উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে।