ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি নিয়ে মুখ খুলল চীন
ইরান ও ইসরায়েলের চলমান উত্তেজনার মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ঘোষণার প্রেক্ষিতে প্রতিক্রিয়া জানিয়েছে চীন। মঙ্গলবার (২৪ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি।
প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন। দেশটির পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, এ ধরনের সংকটের সমাধান যুদ্ধের মাধ্যমে নয়, বরং সংলাপ ও কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সম্ভব।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, মধ্যপ্রাচ্যে যে অস্থিরতা তৈরি হয়েছে তা পুরো অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ। আমরা মধ্যপ্রাচ্যে উত্তেজনার ঘূর্ণাবর্ত দেখতে চাই না। আশা করি, যুদ্ধবিরতি দ্রুত কার্যকর হবে।
তিনি আরও বলেন, চীন ঘনিষ্ঠভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সংশ্লিষ্ট সব পক্ষকে রাজনৈতিক সমাধানের পথে ফিরে আসার আহ্বান জানাচ্ছে। সেনা অভিযান কখনো শান্তি আনতে পারে না; সমস্যা সমাধানের সঠিক পথ হলো সংলাপ ও আলোচনার মাধ্যমে।
এর আগে ইরান ও ইসরায়েল একটি ‘পর্যায়ক্রমিক’ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘এ সমঝোতা দ্বিপক্ষীয় দ্বন্দ্বের আনুষ্ঠানিক অবসান ঘটাবে।’ যদিও তেহরানে গতকাল সোমবার রাতভর হামলা চলেছে।
ট্রাম্প তাঁর নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে লেখেন, ‘ইসরায়েল ও ইরানের মধ্যে সম্পূর্ণ ও সর্বাত্মক যুদ্ধবিরতির ব্যাপারে পূর্ণ সমঝোতা হয়েছে।’