২৪ জুন ২০২৫, ১১:৫৫

ইসরায়েলের হামলায় ইরানের আরেক পরমাণুবিজ্ঞানী নিহত

ইরানের রাজধানী তেহরানের সড়কে পড়ে আছে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত একটি অ্যাম্বুলেন্স  © সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলের হামলায় ইরানের আরেক পরমাণুবিজ্ঞানী নিহত হয়েছেন। ইরানের ইংরেজি ভাষার চ্যানেল প্রেস টিভি জানিয়েছে, ইসরায়েলি হামলায় নিহত পরমাণুবিজ্ঞানীর নাম সেদিঘি সাবের।

প্রেস টিভির বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রাজধানীর কেন্দ্রস্থলে ফেরদৌসি ও ভালি আসরের প্রধান রাস্তার কাছে সাবেরের ওপর আক্রমণ চালানো হয়।

গত ১৩ জুন ইরানে হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এর পর থেকে এখন পর্যন্ত ইরানের ১০ জনের বেশি পরমাণুবিজ্ঞানীকে হত্যা করেছে ইসরায়েল।

এ ছাড়া ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা, কমান্ডারসহ অনেকে নিহত হয়েছেন ইসরায়েলি হামলায়।