২৪ জুন ২০২৫, ১১:১৯

যুদ্ধবিরতির জন্য ট্রাম্প ‘মিনতি’ করেছেন, ইরানের টিভিতে দাবি

ডোনাল্ড ট্রাম্প  © সংগৃহীত

কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের ‘সফল’ হামলার পর এই যুদ্ধবিরতি ইসরায়েলের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে বলে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন নিউজ চ্যানেল আইআরআইএনএন।

দেশটির রাষ্ট্রীয় টিভি চ্যানেল এক বিবৃতিতে বলেছে, ইরানের হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির জন্য ‘মিনতি’ করেছিলেন।

বিবৃতিটি ইরানের একজন উপস্থাপক পড়ে শোনান। বিবৃতিতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বা আইআরজিসি সেনাবাহিনীর প্রশংসা করা হয় এবং ইরানিদের প্রতিরোধকে সম্মানও জানান হয়েছে।

তবে ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বলেছেন, ইসরায়েল ও ইরান প্রায় একই সঙ্গে তার কাছে এসেছিল এবং বলেছিল, শান্তি।

আরও পড়ুন : ট্রাম্প ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিল

ট্রাম্প বলেন, ইরানের হামলা ছিল ‘খুবই দুর্বল’ এবং এতে ‘আমাদের কোনো ক্ষতি হয়নি’। একই সঙ্গে ইরানকে ধন্যবাদ আমাদের আগেই নোটিশ দেওয়ার জন্য।

তার মতে, এটি ছিল এমন একটি প্রতিক্রিয়া যা পূর্বানুমিত এবং ‘খুবই কার্যকরভাবে প্রতিহত’ করা হয়েছে।

এদিকে ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও ইসরায়েল ও ইরানের পাল্টাপাল্টি হামলার খবর পাওয়া যাচ্ছে। ইসরায়েল দাবি করেছে, ইরান পাঁচ দফায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বিয়ার শেভায় অন্তত তিনজন নিহত হয়েছে।

এদিকে ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পর ইসরায়েলে ইরানের হামলায় চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির জরুরি পরিষেবা বিভাগ। তারা জানিয়েছে, দক্ষিণ ইসরায়েলের বিয়ার শেভা শহরে একটি আবাসিক ভবনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন নিহত হয়েছেন।