ইসরায়েলের ৪ স্থানে আঘাত হানল ইরানি ক্ষেপণাস্ত্র
ইরানের চালানো নতুন ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত অন্তত চারটি স্থানে আঘাত হেনেছে। এর মধ্যে একটি হলো আশদোদের একটি স্থান। সোমবার (২৩ জুন) এক প্রতিবেদনে জানিয়েছে আলজাজিরা।
সংবাদমাধ্যম আলজাজিরাকে ইসরায়েল ও অধিকৃত পশ্চিম তীর থেকে নিষিদ্ধ করা হয়েছে। তাই জর্ডান থেকে আল জাজিরার প্রতিবেদক এ তথ্যটি নিশ্চিত করেন।
তিনি বলেন, ইসরায়েলি সংবাদসূত্র জানায়, এখন পর্যন্ত অন্তত চারটি স্থানে ক্ষেপণাস্ত্রের আঘাত লেগেছে। এর মধ্যে একটি হলো আশদোদের একটি স্থান, যেটি নিয়ে আমরা আগেও প্রতিবেদন করেছি। আরেকটি আঘাত হয়েছে পশ্চিম জেরুজালেমের দক্ষিণাঞ্চলে।
তবে এই আঘাতগুলো কোথায় হয়েছে বা কী ধরনের স্থানে আঘাত লেগেছে, তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। কারণ ইসরায়েলি সেনাবাহিনী কঠোরভাবে সেন্সর জারি করেছে—যে কেউ ওই স্থানগুলোর ছবি বা তথ্য প্রকাশ করলে কারাদণ্ড হতে পারে।
তিনি আরও বলেন, তাই আসলে কী আঘাত পেয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা, তা নির্ধারণ করা কঠিন। তবে ইসরায়েল ও অধিকৃত পশ্চিম তীরে থাকা সাধারণ মানুষের কাছ থেকে জানা গেছে—টানা ৩৫ মিনিট ধরে সাইরেন বাজছে এবং প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।
ইসরায়েল যখন গত ১৩ জুন ইরানের ওপর হামলা শুরু করে, এরপর থেকে ইরান প্রায় ৪৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে নিক্ষেপ করেছে বলে জানা যাচ্ছে।