ইরানে মার্কিন হামলাকে সমর্থন অস্ট্রেলিয়ার
মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে অস্ট্রেলিয়া। তবে একই সঙ্গে দেশটি মধ্যপ্রাচ্যে উত্তেজনা না বাড়িয়ে কূটনৈতিক সমাধানের আহ্বান জানায়। সোমবার (২৩ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়াং স্থানীয় সংবাদমাধ্যম ৭নিউজকে বলেন, “ইরান যেন পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, সে লক্ষ্যে যুক্তরাষ্ট্র যে পদক্ষেপ নিয়েছে, তাকে আমরা সমর্থন করি। ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া যায় না।”
আরও পড়ুন: ইরান-ইসরায়েল সংঘাতে কোন দেশ কার পক্ষে?
তিনি আরও বলেন, অস্ট্রেলিয়া যুদ্ধ চায় না এবং পুরো অঞ্চলে উত্তেজনা হ্রাসের পক্ষে রয়েছে। “আমরা কূটনীতি, উত্তেজনা নিরসন এবং সংলাপের আহ্বান জানাই, কারণ বিশ্ব আরেকটি পূর্ণমাত্রার মধ্যপ্রাচ্য যুদ্ধ দেখতে চায় না”— বলেন ওয়াং।
অস্ট্রেলিয়ার রক্ষণশীল বিরোধী দলও যুক্তরাষ্ট্রের এই সামরিক পদক্ষেপকে সমর্থন করেছে। তবে ছোট দল গ্রিনস পার্টি একে আন্তর্জাতিক আইনের “স্পষ্ট লঙ্ঘন” বলে নিন্দা জানিয়েছে।
রয়টার্স জানিয়েছে, বর্তমানে ইরানে প্রায় ২ হাজার ৯০০ অস্ট্রেলীয় নাগরিক অবস্থান করছেন যারা দেশটি ছাড়ার চেষ্টা করছেন।