ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, মুখ খুলল ৪ আরব দেশ
ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর উদ্বেগ প্রকাশ করেছে সৌদি আরব, কাতার, ওমান ও ইরাক। তারা জানিয়েছে, ইরানে পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলার বিষয়টি তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছে। এ খবর জানিয়েছে আল জাজিরা।
সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানে পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলার বিষয়টি তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছে।
এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানে সাম্প্রতিক যে ঘটনা ঘটেছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের হামলায় দেশটির পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তু হওয়া, তা আমাদের গভীর উদ্বেগের কারণ।
সৌদি সরকার এই সংকট মোকাবিলায় সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেছে, এই মুহূর্তে উত্তেজনা হ্রাস ও সংঘাত এড়াতে রাজনৈতিক সমাধানের পথ খোঁজা জরুরি। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কেও বিষয়টি দ্রুত শান্তিপূর্ণভাবে সমাধানের জন্য কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।
আরও পড়ুন : ‘ইরানে হামলার পর ৪০ হাজারেরও বেশি মার্কিন সেনা ঝুঁকিতে’
সাম্প্রতিক পারমাণবিক আলোচনায় মধ্যস্থতাকারী ওমান বলেছে, এটা বেআইনি আগ্রাসন। এর নিন্দা জানাই এবং তাৎক্ষণিক এবং ব্যাপক উত্তেজনা হ্রাস করার আহ্বান জানাই।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রকে উদ্ধৃত করে সরকারি ওমান নিউজ এজেন্সি বলেছে, এ ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন এবং সতর্ক করে দিতে চাই যে মার্কিন এই পদক্ষেপ সংঘাতকে আরও বিস্তৃত ও ঝুঁকিপূর্ণ করবে। এমন হামলা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সনদের স্পষ্ট লঙ্ঘন।
এদিকে কাতার বলেছে, মার্কিন হামলার পর বিপজ্জনক উত্তেজনা আঞ্চলিক ও আন্তর্জাতিক উভয় স্তরেই বিপর্যয়কর প্রতিক্রিয়া ডেকে আনবে।
ইরাক তার পক্ষ থেকে ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্যবস্তুতে হামলার তীব্র উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছে। ইরানের সীমান্তবর্তী দেশটি বলেছে, ইরানে এই সামরিক উত্তেজনা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে।