যুদ্ধে জড়াল আমেরিকা, ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা
যুক্তরাষ্ট্র ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় সফলভাবে হামলা চালিয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন। ট্রাম্প বলেন, হামলার পর সব মার্কিন যুদ্ধবিমান নিরাপদে ইরানি আকাশসীমা ত্যাগ করেছে। রবিবার (২২ জুন) এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আল–জাজিরা।
খবরে বলা হয়েছে, ট্রাম্প তার পোস্টে লিখেছেন, ‘আমরা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা—ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহানে অত্যন্ত সফলভাবে হামলা সম্পন্ন করেছি। সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে।’
তিনি আরও দাবি করেন, ফোরদো স্থাপনায় ‘সম্পূর্ণ অস্ত্রবোঝাই বোমা’ ফেলা হয়েছে। তার ভাষায়, ‘সব বিমান এখন দেশে ফেরার পথে। আমাদের বীর মার্কিন যোদ্ধাদের অভিনন্দন। বিশ্বের আর কোনো সেনাবাহিনী এমন অভিযান চালাতে পারত না। এখন শান্তির সময়।’
এদিকে যুক্তরাষ্ট্রের এই হামলার আগেই কেন্দ্রগুলো থেকে সব পারমাণবিক উপকরণ সরিয়ে নেওয়া হয়েছিল বলে জানিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের উপ-রাজনৈতিক পরিচালক হাসান আবেদিনি এক সরাসরি সম্প্রচারে বলেন, ‘আমরা আগে থেকেই প্রস্তুত ছিলাম। ফর্দো, নাতানজ ও ইসফাহান—তিনটি কেন্দ্রই খালি করে ফেলা হয়েছিল। ফলে হামলার পরও আমাদের বড় কোনো ক্ষতি হয়নি।’