২১ জুন ২০২৫, ১৬:৩৩
ইরানের সামরিক স্থাপনায় ইসরায়েলি হামলা
দক্ষিণ ইরানের ফার্স প্রদেশের শিরাজ শহরে একটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার (২১ মে) দেশটির আধাসরকারি সংবাদ সংস্থা আইএসএনএ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, হামলার পর ঘটনাস্থল থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনার মধ্যেই এ হামলার ঘটনা ঘটল। বিশ্লেষকরা মনে করছেন, আঞ্চলিক সংঘাত আরও তীব্র হতে পারে।