২১ জুন ২০২৫, ১৩:৪৬

‘ইসরায়েল আগে থেকেই ইরানের ওপর হামলার পরিকল্পনা করছিল’

ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান ইয়াল জামির  © সংগৃহীত

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা ইরানের ওপর হামলার জন্য ‘বছরখানেক আগে থেকেই’ প্রস্তুতি নিচ্ছিল।

ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান ইয়াল জামির বলেছেন, সাম্প্রতিক মাসগুলোয় এই প্রস্তুতির বিষয়ে সব তথ্য যতটা সম্ভব গোপন রাখা হয়েছে।

জামির বিস্তারিত তথ্য না জানিয়েই বলেছেন যে এ অভিযান সম্ভব হয়েছে ‘অপারেশনাল ও কৌশলগত পরিস্থিতির কারণে’। দেরি করলে পরিস্থিতি হারানোর ঝুঁকি ছিল এবং ইসরায়েল দুর্বল অবস্থায় পড়তে পারত।

তিনি বলেন, ‘প্রথমেই একটি শক্তিশালী ও অপ্রত্যাশিত হামলার কারণে আমরা অসাধারণ ফলাফল অর্জন করেছি।’
সূত্র: বিবিসি