২০ জুন ২০২৫, ১২:৪৯

যুক্তরাষ্ট্র ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে ভয়াবহ পরিণতি হবে: রাশিয়া

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ  © আল জাজিরা

যুক্তরাষ্ট্র যদি ইরানে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহার করে, তবে তা হবে মারাত্মক ও ভয়াবহ পরিণতির সূচনা— এমন সতর্কবার্তা দিয়েছে রাশিয়া। শুক্রবার (২০ জুন) আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এমন সংবাদ প্রকাশ করেছে। 

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নিয়ে কিছু ‘কল্পনাভিত্তিক’ গণমাধ্যম প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যা নিয়ে মস্কো গভীর উদ্বেগ প্রকাশ করছে। তিনি জানান, ‘এই ধরনের পদক্ষেপ শুধু অঞ্চলকে অস্থিতিশীল করবে না, বরং তা একটি বিপর্যয়কর পারমাণবিক পরিস্থিতি সৃষ্টি করতে পারে।’

সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানে ইসরায়েলের হামলায় অংশ নিতে পারে— এমন ইঙ্গিত পাওয়া গেছে। হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, এই বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী দুই সপ্তাহের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

রাশিয়া এরই মধ্যে যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানিয়েছে, যেন তারা এই সংঘাতে সম্পৃক্ত না হয়। মস্কোর মতে, যুক্তরাষ্ট্র যদি সরাসরি হামলায় যুক্ত হয়, তাহলে তা গোটা মধ্যপ্রাচ্যজুড়ে সংকট আরও গভীর করবে এবং পারমাণবিক বিপর্যয়ের ঝুঁকি বহুগুণে বাড়িয়ে দেবে।