ইসরায়েলের মাইক্রোসফট ভবনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
ইসরায়েলের দক্ষিণে বীরশেভায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। শুক্রবার (২০ জুন) সকালে এ হামলা চালিয়েছে ইরান। এতে ইসরায়েলের মাইক্রোসফট ভবনে আগুন ও বিশাল ধোয়ার কুণ্ডলী দেখা যায়।
সিএনএন ও টাইমস অব ইসরায়েলের পৃথক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তারা ইরান থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে। তবে এর কিছুক্ষণ পর বীরশেভা শহরের একটি স্থানে আগুন লেগে যায়। পরে জরুরি সেবাদানকারী সংস্থাগুলো সেখানে পৌঁছে যায়।
টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় বীরশেভা শহরে বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। ক্ষেপণাস্ত্রটি একটি অ্যাপার্টমেন্ট ভবনের বাইরে আঘাত করলে আশপাশের এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকটি যানবাহন পুড়ে যায় এবং আশেপাশের বাড়িঘরেও ক্ষতি হয়। আগুন নেভাবে দমকল বাহিনীর কর্মকর্তারা কাজ করছেন।