২০ জুন ২০২৫, ১১:২০

ইরানে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ হলে খুশি হবে চীন ও রাশিয়া, লক্ষ্য যুক্তরাষ্ট্রকে দুর্বল রাখা: গবেষক

প্রতীকী ছবি  © সংগৃহীত

যুক্তরাষ্ট্র যদি ইরানে সামরিক হস্তক্ষেপ করে, তাহলে তাতে খুশি হবে চীন ও রাশিয়া— এমন মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ড. আলম সালেহ।

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, চীনের প্রধান উদ্বেগ হচ্ছে—ইরানের তেল পাইপলাইন খোলা রাখা এবং আঞ্চলিক বাণিজ্য ও বিনিয়োগের ধারাবাহিকতা রক্ষা। তবে যুক্তরাষ্ট্র ইরানে জড়িয়ে পড়লে তাতে চীন পরোক্ষভাবে লাভবান হবে।

ড. সালেহ বলেন, ‘যদি যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করে, তাহলে চীন ও রাশিয়া খুবই খুশি হবে। তারা চাইছে যুক্তরাষ্ট্র এমন এক যুদ্ধে জড়াক, যা দীর্ঘস্থায়ী এবং জটিল। ইরান কিন্তু হুথি বিদ্রোহী, তালেবান, কিংবা সিরিয়া বা ইরাক নয়— ইরান তুলনামূলকভাবে অনেক বেশি সুসংগঠিত ও প্রতিরোধক্ষম একটি রাষ্ট্র।’

তিনি আরও বলেন, ‘এই পরিস্থিতিতে চীন ও রাশিয়া ইরানকে বিভিন্নভাবে সহায়তা দেবে যেন যুদ্ধ দীর্ঘায়িত হয়। তাদের লক্ষ্য হবে—যুক্তরাষ্ট্রকে ওই অঞ্চলে বছরের পর বছর ধরে জড়িত ও দুর্বল করে রাখা।’

তবে ড. সালেহ এ-ও স্পষ্ট করে দিয়েছেন, ‘চীন বা রাশিয়া সরাসরি এ যুদ্ধে জড়াবে না বা হস্তক্ষেপ করবে না, তারা শুধু পরিস্থিতিকে নিজেদের স্বার্থে ব্যবহার করবে।’