১৯ জুন ২০২৫, ২১:৪৫
ইরান থেকে ট্রাম্পকে সরে আসার আহ্বান জানালেন স্টারমার
ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ না নিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি সরাসরি আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার।
ব্রিটিশ সম্প্রচারমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্টারমার সব পক্ষকে সংযম প্রদর্শন এবং কূটনৈতিক পথে সমস্যা সমাধানে এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের ইতোমধ্যে একাধিক দফা আলোচনা হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস, এই সংকটের সমাধানে কূটনীতি হচ্ছে একমাত্র পথ।
এদিকে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। সফরের মূল উদ্দেশ্য— মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমনের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ আলোচনা। বৃহস্পতিবার সন্ধ্যায় ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ডেভিড ল্যামির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।