১৯ জুন ২০২৫, ০২:০৩

এবার ইসরায়েলকে হাইফা খালি করতে বলল ইরান

ইসরায়েলে ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত ভবন  © সংগৃহীত

ইসরায়েলের হাইফা শহরের বাসিন্দাদের প্রতি সতর্কতা জারি করেছে ইরান। রাষ্ট্রীয় সম্প্রচারে ইরান জানায়, ওই শহরটি দ্রুত খালি করার জন্য আহ্বান জানানো হয়েছে। বুধবার (১৮ জুন) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এ তথ্য জানায় যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই।

প্রতিবেদনে বলা হয়, বুধবার (১৮ জুন) ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারে জানানো হয়—‘মাত্র কয়েক মিনিট আগে হাইফায় অবস্থানরত ইসরায়েলিদের (জায়নিস্ট) জন্য একটি সতর্কতা জারি করা হয়েছে, যাতে তারা সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলা থেকে নিজেদের নিরাপদ রাখতে পারে।’

সম্প্রচারে হিব্রু ভাষায় লেখা একটি মানচিত্র দেখানো হয়, যেখানে বলা হয়: ‘অনুগ্রহ করে উল্লিখিত এলাকা থেকে অবিলম্বে সরে যান। আগামী কয়েক ঘণ্টার মধ্যে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী এই এলাকায় অভিযান চালাবে।’

এছাড়া ইরানের বিভিন্ন সংবাদমাধ্যম দাবি করেছে, তাদের নতুন ক্ষেপণাস্ত্র ইসরায়েলের অর্থনৈতিক ও প্রযুক্তি কেন্দ্র তেল আবিবে আঘাত হেনেছে। ইরানি সংবাদ সংস্থা মেহর নিউজ এ তথ্য দিয়েছে ইসরায়েলি সূত্রের বরাতে।

অন্যদিকে লেবাননের সংবাদমাধ্যম আল মায়াদিন জানায়, ইরান এখন অধিকৃত ফিলিস্তিনে প্রতিশোধমূলক হামলা শুরু করেছে।