১৮ জুন ২০২৫, ১৩:৪৭

উত্তেজনার মধ্যেই ট্রাম্পকে ‘বিশেষ বার্তা’ সংবলিত জার্সি উপহার দিলেন রোনালদো

ডোনাল্ড ট্রাম্প ও ক্রিস্টিয়ানো রোনালদো  © সংগৃহীত

ইসরায়েল–ইরান পাল্টাপাল্টি হামলায়  ইসরায়েলের সঙ্গে যোগ দিতে পারে যুক্তরাষ্ট্র— এমন ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসব উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্টকে   শান্তির বার্তা মোড়ানো বিশেষ এক জার্সি উপহার দিয়েছেন  পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। 

সম্প্রতি জি-৭ সম্মেলনে যোগ দিতে কানাডায় গিয়েছিলেন ডোনাল্ড  ট্রাম্প। তখন তার হাতে রোনালদোর সাক্ষরিত পর্তুগালের জার্সি তুলে দেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা।

তিনি ট্রাম্পকে জানান, জার্সিতে একটি বিশেষ বার্তা রয়েছে। এরপর বার্তাটি ট্রাম্পকে পড়ে শোনানো হয়, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য উপহার, শান্তির জন্য খেলছি, সিআর৭।’ 

বার্তাটি শুনে ট্রাম্প বলেন, ‘দুর্দান্ত, আমি এটাই পছন্দ করি। শান্তির জন্য খেলা।’ 

পরে কোস্তা সেই ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করে লিখেছেন, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি, শান্তির জন্য খেলছেন, একটি দল হিসেবে।’ 

ডোনাল্ড ট্রাম্পকে জার্সি উপহার দেওয়ায় অনেকে রোনালদোকে সাধুবাদ জানালেও কেউ কেউ সমালোচনাও করেছেন।  অ্যান্তোনিও কোস্তার পোস্টের নিচে একজন লিখেছেন, ‘এর মানে কি রোনালদো ট্রাম্প ও কস্তার গণহত্যাকে সমর্থন দিচ্ছেন?’ আরেকজন লিখেছেন, ‘অথচ এই লোকটিই সব যুদ্ধ আর গণ্ডগোলের কারণ।’