ইরানে ইসরায়েলি হামলার বিরুদ্ধে ২১ মুসলিম দেশের নিন্দা, দেখুন তালিকা
ইরানে ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলার বিরুদ্ধে একযোগে নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার ২১টি আরব ও মুসলিম দেশ। দেশগুলো অবিলম্বে উত্তেজনা প্রশমন, আন্তর্জাতিক আইন অনুসরণ এবং পারমাণবিক নিরস্ত্রীকরণে নতুন করে প্রতিশ্রুতি প্রদানের আহ্বান জানিয়েছে।
মিশরের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেনা জানিয়েছে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদেলআত্তির উদ্যোগে এবং বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বিস্তৃত আলোচনার পর গতকাল (১৬ জুন) এই যৌথ বিবৃতি প্রকাশ করা হয়।
যৌথ বিবৃতিতে সমর্থন জানানো দেশগুলো হলো: তুরস্ক, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান, বাহরাইন, ব্রুনেই, চাদ, গাম্বিয়া, আলজেরিয়া, কোমোরোস, জিবুতি, সৌদি আরব, সুদান, সোমালিয়া, ইরাক, ওমান, কাতার, কুয়েত, লিবিয়া, মিশর ও মৌরিতানিয়া।
বিবৃতিতে ইরানি ভূখণ্ডে ইসরায়েলের সামরিক অভিযানকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের ‘স্পষ্ট লঙ্ঘন’ হিসেবে অভিহিত করে তীব্র নিন্দা জানানো হয়েছে বলে জানিয়েছে তুরস্কভিত্তিক আনাদোলু বার্তা সংস্থা।
এছাড়া, জাতীয় সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও শান্তিপূর্ণ সহাবস্থানের নীতির প্রতি শ্রদ্ধা প্রদর্শনের ওপর জোর দেওয়া হয়েছে।
বিবৃতিতে অংশ নেওয়া পররাষ্ট্রমন্ত্রীরা ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করে বলেন, এই সংঘাতের ফলে গোটা অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতায় গুরুতর প্রভাব পড়তে পারে। তারা ইসরায়েলের সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করার পাশাপাশি যুদ্ধবিরতির প্রচেষ্টাসহ একটি বিস্তৃত উত্তেজনা নিরসন পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান।
উল্লেখ্য, গত শুক্রবার ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে ইসরায়েল একটি সমন্বিত বিমান হামলা চালায়। এর জবাবে ইরান পাল্টা হামলা চালায় বলে দাবি করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ।
ইসরায়েল জানিয়েছে, ইরানের হামলায় কমপক্ষে ২৪ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। বিপরীতে, ইরান দাবি করেছে, ইসরায়েলি হামলায় তাদের ২২৪ জনের বেশি নাগরিক নিহত এবং এক হাজারেরও বেশি আহত হয়েছেন।