১৭ জুন ২০২৫, ১৬:১৭

নতুন আত্মঘাতী ড্রোন ‘শাহেদ-১০৭’ উন্মোচন করল ইরান

ড্রোন ‘শাহেদ-১০৭’  © সংগৃহীত

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই ইরান উন্মোচন করল তাদের নতুন আত্মঘাতী ড্রোন ‘শাহেদ-১০৭’। দেশটির এলিট সামরিক বাহিনী রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এই ড্রোনটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে। তাসনিম নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

শাহেদ-১০৭ একটি মনুষ্যবিহীন বিমান (ইউএভি), যা বিশেষভাবে আত্মঘাতী অভিযানের জন্য তৈরি। এই ড্রোন শত্রুর লক্ষ্যবস্তুতে সরাসরি হামলা চালাতে সক্ষম। ফলে ইরান যেসব অভিযানে এই ড্রোন ব্যবহার করবে, সেখানে মানবসম্পদের ক্ষয়ক্ষতির ঝুঁকি কমে যাবে।

ড্রোনটির ডিজাইন এবং প্রযুক্তি বিশ্লেষণ করে বোঝা যাচ্ছে, এটি একটি পিস্টন ইঞ্জিনচালিত ড্রোন, যা ১৫০০ কিলোমিটারেরও বেশি পরিসরে উড়তে পারে। এর মানে, ইরান থেকে সরাসরি ইসরায়েলের অভ্যন্তরেও এই ড্রোন পৌঁছাতে সক্ষম।

সম্প্রতি প্রকাশিত কিছু ছবিতে দেখা গেছে, শাহেদ-১০৭-এর মতো একটি ড্রোন ইসরায়েলের অধিকৃত অঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছে এবং দেশটির অ্যারো-৩ বিমান প্রতিরক্ষা ব্যবস্থার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। যদি এই তথ্য সঠিক হয়, তবে এটি ইরানের এই নতুন ড্রোনের ক্ষমতা এবং ইসরায়েলের বহু-স্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা স্পষ্টভাবে তুলে ধরে।

এই পরিস্থিতিতে ‘শাহেদ-১০৭’-এর উপস্থিতি ইরান-ইসরায়েল দ্বন্দ্বে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ড্রোনটি কেবল প্রযুক্তিগত উৎকর্ষতাই প্রদর্শন করছে না, বরং এটি বর্তমান মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনায় একটি বড় মোড় আনতেও সক্ষম।