ঝুঁকিতে তেহরানে বাংলাদেশ দূতাবাস
ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সশস্ত্র সংঘাত ভয়াবহ রূপ নিচ্ছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, ইসরায়েলি হামলায় ইরানে এখন পর্যন্ত ২০০ জনের বেশি এবং ইসরায়েলে অন্তত ২৫ জন নিহত হয়েছেন।
এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, প্রবাসী শিক্ষার্থী ও পেশাজীবীদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ সরকার। ইসরায়েলি হামলার অন্যতম লক্ষ্যবস্তু তেহরান হওয়ায় সেখানে অবস্থানরত কূটনীতিক ও প্রবাসীদের সুরক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমে জানিয়েছেন, ‘আমাদের প্রথম অগ্রাধিকার হচ্ছে নিরাপত্তা। তেহরানে থাকা ঝুঁকিপূর্ণ হয়ে উঠলে কূটনীতিকদের সরিয়ে নেওয়াই যৌক্তিক হবে।’
বর্তমানে তেহরানে বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূত, দুজন কূটনৈতিক কর্মকর্তা ও পাঁচজন কর্মচারীসহ তাদের পরিবার মিলিয়ে প্রায় ৪০ জন বাংলাদেশি রয়েছেন। এছাড়া রেডিও তেহরানে কর্মরত ৮ জন বাংলাদেশি এবং তাদের পরিবারসহ ২৭ জন, আরও ১০-১২ জন শিক্ষার্থী এবং প্রায় ১০ জন পেশাজীবী সেখানে অবস্থান করছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ১৩ জুন দেশে ফেরার কথা থাকলেও বিমান চলাচল বন্ধ থাকায় অন্তত ২৮ জন বাংলাদেশি তেহরানে আটকা পড়েছেন। সব মিলিয়ে বর্তমানে তেহরানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকের সংখ্যা শতাধিক।
ইরানের অন্যান্য প্রদেশে প্রায় ৬০০ জন বাংলাদেশি রয়েছেন, যারা দীর্ঘদিন ধরে বসবাস করছেন। তাদের অনেকে স্থানীয়ভাবে বিবাহিত ও স্থায়ীভাবে বসবাস করছেন। এ ছাড়া, অনুমোদনহীনভাবে থাকা প্রায় ৮০০ জন বাংলাদেশি বিভিন্ন খাতে শ্রমিক হিসেবে কাজ করছেন। বর্তমানে ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা আনুমানিক ২০০।
রবিবার (১৫ জুন) ইরাক দূতাবাসের কাছে কূটনৈতিক এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ ঘটে। এতে শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি কার্যত যুদ্ধাবস্থার রূপ নেয়।
সরকার ইতোমধ্যে দূতাবাসের কর্মকর্তা ও তাদের পরিবারকে তেহরানের বাইরে অপেক্ষাকৃত নিরাপদ গ্রামীণ এলাকায় সরিয়ে নেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আকাশপথে ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করা স্বাগতিক রাষ্ট্রের পক্ষে কঠিন, ফলে কূটনীতিকদের নিজেদের সতর্কতাও জরুরি।
এদিকে তেহরানে বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশি নাগরিকদের জন্য হটলাইন চালু করা হয়েছে। সোমবার (১৫ জুন) এক বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরানে বসবাসরত সব বাংলাদেশি নাগরিক এবং বাংলাদেশে তাদের স্বজনদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য তেহরানস্থ বাংলাদেশ দূতাবাস এবং ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় ইমার্জেন্সি হটলাইন স্থাপন করেছে।
ইরানে বসবাসরত সব বাংলাদেশি নাগরিক ও বাংলাদেশে তাঁদের স্বজনরা জরুরি প্রয়োজনে দূতাবাসের ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিম্নোক্ত মোবাইলফোন নম্বরগুলোতে হোয়াটসঅ্যাপসহ সরাসরি যোগাযোগ করতে পারবেন, নম্বরগুলো হলো- তেহরানে বাংলাদেশ দূতাবাসের হটলাইন নাম্বার: +৯৮৯৯০৮৫৭৭৩৬৮ এবং +৯৮৯১২২০৬৫৭৪৫। এছাড়াও বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের হটলাইন নাম্বার: +৮৮০১৭১২০১২৮৪৭।